-->
কুয়াকাটায় সাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি

কুয়াকাটায় সাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি

ডুবে যাওয়া ট্রলারটি সৈকতের কাছে ভেসে এলে দেখতে স্থানীয়দের ভিড়। 

কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট বরাবর ৫ ’শ গজ দূরত্বে সমুদ্রে নাম বিহীন ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৫ জেলের সবাইকে এক ঘন্টা ভেসে থাকার পর অন্য ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা সকলেই সুস্থ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের।

কুয়াকাটা সৈকতে ঢাকা থেকে ভ্রমণে আগত পর্যটক প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, আমি এবং আমার সঙ্গীরা সমুদ্রে গোসল করছিলাম। এমন সময় ঢেউয়ের ঝাপটায় মাছধরা ট্রলারটি উল্টে যেতে দেখেছি। অন্তত একঘন্টা পর অপর একটি মাছধরা ট্রলার গিয়ে ওই ট্রলারের জেলেদের উদ্ধার করে নিয়ে আসে।

নিমজ্জিত ট্রলারের মাঝি আলী হোসেন যুগান্তরকে জানান, গত শুক্রবার তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর সমুদ্র উত্তাল হলে তারা মাছধরা বিরত রেখে পায়রা সমুদ্র বন্দর মোহনা সংলগ্ন হাইরের চরে ট্রলার নোঙ্গর করে 

রাখে। রোববার সকাল থেকে সমুদ্র আরও উত্তাল হলে সেখানে টিকতে না পেরে মৎস্য বন্দর মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য রওনা দেয়। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট বরাবর এলে প্রচন্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিমজ্জিত হয়েছে।

0 Response to "কুয়াকাটায় সাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article