-->
আমার বিকাশ নম্বরে ২০ হাজার টাকা দিলে বলব গাড়িটি

আমার বিকাশ নম্বরে ২০ হাজার টাকা দিলে বলব গাড়িটি

 আমার বিকাশ নম্বরে ২০ হাজার টাকা দিলে বলব গাড়িটি কোথায়

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে একটি মিনিবাস গায়েব হয়ে গেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বাসস্ট্যান্ডে গিয়ে নির্ধারিত জায়গায় রাখা বাসটি দেখতে পাননি বাসটির চালক। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, মধুমিতা (ফরিদপুর-জ-১১-০০১০) নামের ওই বাসটি ফরিদপুর-মাদারীপুর পথে চলাচল করে। বাসটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ওই বাসের মালিক বিকাশ মজুমদার (৫২)। তিনি ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাশামদিয়া মহল্লার মৃত খগেন্দ্রনাথ মজুমদারের ছেলে।


বিকাশ মজুমদার জানান, গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) মাদারীপুরের টেকেরহাট থেকে রাত ৯টার দিকে ফিরে এসে চালক হায়দার হোসেন বাসটি নতুন বাসস্ট্যান্ডের পেছনে রাখেন। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চালক বাসস্ট্যান্ডে গিয়ে দেখেন সেখানে তাদের বাসটি নেই।   

বাসমালিক আরও জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) সোহেল নামে একজনকে বাসটিতে হেলপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে বাসটির বিষয়ে ওই হেলপার জানে। তাকে এখন পাওয়া যাচ্ছে না।

পরে বাসের চালক হায়দার হোসেন জানান, তিনি হেলপার সোহেলের মুঠোফোনে ফোন দিয়েছিলেন। সোহেল তাকে বলেন, ‘আপনারা গাড়ি খুঁইজেন না, পাবেন না। আমার বিকাশ নম্বরে ২০ হাজার টাকা দিলে বলব গাড়ি কোথায় আছে।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, এর আগে এ বাসস্ট্যান্ড থেকে একটি বড় বাস নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেই বাসটি ভাঙা থেকে উদ্ধার করা হয়। এটির ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি আমরা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে বাস নিয়ে যাওয়ার অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততার সঙ্গে বাসটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

0 Response to "আমার বিকাশ নম্বরে ২০ হাজার টাকা দিলে বলব গাড়িটি"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article