
এই ৫ ক্রিকেটার দেখতে হুবহু অন্য সেলিব্রেটিদের মতো
বিশ্বজুড়ে ক্রিকেটাররা সবচাইতে বেশি জনপ্রিয়তা লাভ করেছে ও তাদের অনুরাগীরা সব সময় তাদের অনুসরণ করে চলেন। তবে বর্তমান সময়ে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাদের দেখতে হুবহু বিশ্বের অন্যান্য সেলিব্রেটিদের মত! আজকের প্রতিবেদনে চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত তারকাদের:-
১) বিরাট কোহলি ও আহমেদ শেহজাদ: ভারত অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানী ওপেনার আহমেদ শেহজাদের চেহারায় অনেকটাই মিল রয়েছে। তাদের দাড়ি স্টাইল থেকে শুরু করে দেহের রং, চেহারার গঠনও প্রায় এক। এমনকি উভয়ই ডানহাতি ব্যাটসম্যান; তবে ব্যাটিং এর কথা বললে বিরাট কোহলি ও আহমেদ শেহজাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে।
ADVERTISEMENT
২) জেমস অ্যান্ডারসন ও ডেভিড ওয়ালটন: ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন ও আমেরিকান অভিনেতা ডেভিড ওয়ালটনের মধ্যে প্রচুর মিল রয়েছে। দুজনের দাড়ি ও চুলের স্টাইল প্রায় এক। এমনকি যখন তারা হাসেন অনেকটা একই রকম লাগে।
৩) জনি বেয়ারস্টো ও রুপার্ট গ্রিন্ট: ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং হ্যারি পটার খ্যাত সিরিজের প্রযোজক ও অভিনেতা রুপার্ট গ্রিন্ট এর চেহারায় অনেকটাই মিল রয়েছে। এমনকি দুজনেই ইংলিশ তারকা। তাদের বাদামী চুল ও দাড়ি, হাসি ও চোখদুটি প্রায় এক।
৪) হার্সেল গিবস ও ভিন ডিজেল: দক্ষিণ আফ্রিকার বিখ্যাত মারকুটে ওপেনার হার্সেল গিবস ও ফাস্ট এন্ড ফিউরিয়াস মুভির বিখ্যাত তারকা ভিন ডিজেলকে দেখতে হুবহু প্রায় এক। এই দুজন বিখ্যাত তারকারই মাথায় টাক রয়েছে, যার ফলে তাদেরকে দেখতে অনেকটা একই লাগে। এমনকি ভারতীয় রাজনৈতিক দলের নেতা যোগী আদিত্যনাথ এর সাথে কিছুটা মিল রয়েছে
৫) ক্রিস লিন ও জনি সিন্স: অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট তারকা ক্রিস লিন বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন; যার সাথে নীল জগতের জনপ্রিয় তারকা জনি সিন্স এর চেহারায় অনেকটাই সাদৃশ্য রয়েছে। দুজনের মাথার টাক ও পেশীবহুল চেহারা ইত্যাদি লক্ষ্য করলে তাদের প্রায় একই রকমের লাগে
0 Response to "এই ৫ ক্রিকেটার দেখতে হুবহু অন্য সেলিব্রেটিদের মতো"
Post a Comment