
ইমরানের নতুন গানে আবার কেয়া পায়েল
Tuesday, August 31, 2021
Comment
![]() |
গানের ভিডিও চিত্রে অভিনয় করেছেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী কেয়া পায়েল |
নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন ইমরান মাহমুদুল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিজের জন্মদিনে এই গান প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিল্পী নিজে। এরই মধ্যে গানটির ভিডিও চিত্রের শুটিং শেষ হয়েছে। ‘পরান বন্ধুরে’ শিরোনামের এই গানের কথা লিখেছেন কবির বকুল আর সুর-সংগীত পরিচালনা করেছেন গায়ক নিজে। এই গানের ভিডিও চিত্রে অভিনয় করেছেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী কেয়া পায়েল। এই অভিনয়শিল্পীকে এর আগেও ইমরানের গানের মডেল হিসেবে দেখা গেছে।
নতুন গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘কঠোর বিধিনিষেধের কারণে গত ঈদেও কোনো নতুন গান দিতে পারেনি। তাই এবার আমার জন্মদিন উপলক্ষে নিয়ে আসছি নতুন একটি গান। যাঁরা আমার গান পছন্দ করেন, ভালোবেসে বরাবরই ধন্য করেন—এটি তাঁদের জন্য আমার পক্ষ থেকে উপহার।’
![]() |
ইমরান মাহমুদুল। ছবি: ফেসবুক থেকে |
ইমরান জানান, একটু আলাদা ঢঙে তিনি গানটি তৈরি করেছেন, যা তাঁর অন্য গানের চেয়ে আলাদা। এই ধরনের গান তাঁর ভক্ত-শ্রোতাদেরও ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে, ৫ সেপ্টেম্বর ইমরানের জন্মদিনে গানটি তাদের ইউটিউবে প্রকাশিত হবে।
0 Response to "ইমরানের নতুন গানে আবার কেয়া পায়েল"
Post a Comment