
রানীনগরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল তিনটি ঘর
Tuesday, August 31, 2021
Comment

নওগাঁর রানীনগরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে একটি বাড়ির তিনটি ঘর। আগুনে এসব ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, টাকা, আসবাবসহ পুড়ে গেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা একডালা ইউনিয়নের স্থল গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির মালিক সাইদুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় তাঁর বাড়ির রান্নাঘরের গ্যাসের সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে আগুনের সূত্রপাত। পরে আগুন একে একে বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে রানীনগর ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই তিন ঘরে থাকা সবকিছু পুড়ে যায়। আগুন নেভাতে অতিরিক্ত পানি ব্যবহার করায় ভেঙে পড়ে দ্বিতল বাড়ির মাটির দেয়াল। সাইদুর রহমানের দাবি, আগুনে তাঁর প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
রানীনগর ফায়ার সার্ভিসের দলনেতা আর এ শামিম বলেন, তাঁরা সেখানে যাওয়ার আগেই আগুনে সব পুড়ে যায়। পরে তাঁরা ফিরে আসেন।
0 Response to "রানীনগরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল তিনটি ঘর"
Post a Comment