-->
১০ লাখ ছাড়াল ‘রূপকথার জগতে’র ভিউ

১০ লাখ ছাড়াল ‘রূপকথার জগতে’র ভিউ

নেটওয়ার্কের বাইরে ছবিতে জোনায়েদ বোগদাদী ও তাসনিয়া ফারিণ
নেটওয়ার্কের বাইরে ছবিতে জোনায়েদ বোগদাদী ও তাসনিয়া ফারিণ
বাংলাদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘রূপকথার জগতে’ গানটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। চলতি মাসেই চরকিতে মুক্তি পায় বন্ধুত্বের গল্প নিয়ে সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’। এ ছবিরই একটি গান ‘রূপকথার জগতে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল ও অবন্তি সিঁথি। ‘এক রূপকথার জগতে/ তুমি তো এসেছ আমারই হতে/ কোনো এক রূপকথার জগতে/ তুমি চিরসাথী আমার, জীবনের এই পথে’—এই কথায় গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। চরকির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয় ২১ আগস্ট। গানটির দৃশ্যায়নে আছেন মূলত তাসনিয়া ফারিণ ও জোনায়েদ বোগদাদী।


গানটির ভিডিও মিলিয়ন ভিউ ছাড়ানোয় উচ্ছ্বসিত গানের অন্যতম শিল্পী রেহান রাসুল। গতকাল তিনি ফেসবুকে লিখেছেন, ‘কিছু মানুষ আছে, আমার গানের মিলিয়ন ভিউয়ের খবর আমাকেই মহা আয়োজন করে জানায়! আমার আনন্দে আমার আগেই আমার মতো করে আনন্দ পায়! উদ্‌যাপন করে! এত সুন্দর করে আপন করে নেওয়া মানুষগুলোকে মালিক শান্তিতে রাখুক। “রূপকথার জগতে” গানটি এক মিলিয়ন ভিউ ক্রস করল আজ। ধন্যবাদ আরিয়ান ভাই, অলি ভাই ও সাজিদ ভাই। ভালোবাসা পাওয়ার সুযোগ আপনারাই করে দেন। “নেটওয়ার্কের বাইরে” ওয়েব ফিল্মের আহত অভিনেতা, অভিনেত্রীর জন্য প্রার্থনা হয়ে যাক।’ গানটির আরেক শিল্পী অবন্তি সিঁথির ফেসবুক ওয়ালও প্রশংসা ও অভিনন্দন বার্তায় ভরে উঠেছে।






‘রূপকথার জগতে’ গানের ভিডিওর ইউটিউবে প্রশংসা করছেন শ্রোতারা। নিপু লিখেছেন, ‘আমাদের দেশে এই ধরনের ফিল্ম ও গান সত্যিই আজকাল দেখা যায় না। অনেক ধন্যবাদ।’ অভিষেক রায় লিখেছেন, ‘ভালোবাসার অন্য রকম এক অনুভূতি দিয়ে যায় গানটা।’ ওসামা আবদুর রহিম লিখেছেন, ‘গান হলে এ রকমই হওয়া উচিত। বারবার শুনতে ইচ্ছা করে। পুরো টিমকে ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েব সিরিজের পাশাপাশি এ রকম একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য।’ এ রকম দুই হাজারের বেশি মন্তব্যে ভরে উঠেছে গানের কমেন্ট সেকশন।

গানটির অন্যতম শিল্পী অবন্তি সিঁথি গানের রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান ২০১২-এ নবম হয়েছিলেন। ২০১৮ সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা থেকে জনপ্রিয়তা পান তিনি। অন্যদিকে রেহান রাসুল তাঁর ‘বাজে স্বভাব’ গানের মাধ্যমে শ্রোতাদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন।

0 Response to "১০ লাখ ছাড়াল ‘রূপকথার জগতে’র ভিউ"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article