
জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুজ্জামান মাইক্রোবাস চালাতে গতকাল সকালে বাড়ি থেকে বের হন। রাতে মাইক্রোবাসটি পার্কিংয়ে রেখে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্রহ্মপুত্র নদে লাশটি ফেলে দেয়। আজ সকালে স্থানীয় লোকজন নদে লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ নদে ফেলে যায়। তাঁর সঙ্গে একটি মোটরসাইকেলও ছিল। মোটরসাইকেলটি হামিদপুর এলাকায় সড়কে পড়ে ছিল। পুলিশ রাতেই মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখে। সকালে তাঁর লাশ নদে পাওয়া গেল। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
0 Response to "জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার"
Post a Comment