-->
জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার

জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার

        হত্যা 
প্রতীকী ছবি 
জামালপুর সদরে ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুজ্জামান (৩২) নামের এক মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশ নদে ফেলে দেয় বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের হামিদপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরিফুজ্জামান জামালপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার বদিউজ্জামানের ছেলে। পেশায় এই মাইক্রোবাসচালক গতকাল শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন।

আজ সকালে স্থানীয় লোকজন নদে লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুজ্জামান মাইক্রোবাস চালাতে গতকাল সকালে বাড়ি থেকে বের হন। রাতে মাইক্রোবাসটি পার্কিংয়ে রেখে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্রহ্মপুত্র নদে লাশটি ফেলে দেয়। আজ সকালে স্থানীয় লোকজন নদে লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ নদে ফেলে যায়। তাঁর সঙ্গে একটি মোটরসাইকেলও ছিল। মোটরসাইকেলটি হামিদপুর এলাকায় সড়কে পড়ে ছিল। পুলিশ রাতেই মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখে। সকালে তাঁর লাশ নদে পাওয়া গেল। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

0 Response to "জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article