-->
বদলগাছী ছোট যমুনা নদীতে কলেজ ছাত্র গোসল করতে নেমে নিখোজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার

বদলগাছী ছোট যমুনা নদীতে কলেজ ছাত্র গোসল করতে নেমে নিখোজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার

 বদলগাছী ছোট যমুনা নদীতে কলেজ ছাত্র গোসল করতে নেমে নিখোজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার

ছবি : ফেসবুক  
নওগাঁর বদলগাছী উপজেলার কেন্দ্রী মন্দিরের পার্শ্বে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে আবু শাহাদত শাহী সরদার (১৭) নামের এক কিশোর নিখোঁজের ৬ ঘন্টা পর নদী থেকে উদ্ধার করে ডুবুরি দল। নিখোঁজ শাহী সরদার উপজেলার সদরের সরদারপাড়া মহল্লার একরামুল হক বাবুল সরদারের ছেলে। সে ঢাকার মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে জানাযায়।

বন্ধু ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট শনিবার বেলা ১১ টায় বন্ধুদের সাথে সদর উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশে কেন্দ্রীয় মন্দিরের রিভার সিটি পার্কের নিচে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা শেষে দুপুর পৌনে ১ টার দিকে নদীতে গোসল করতে নামে। গোসলে নেমে দুই বন্ধু সাঁতার কেটে নদীর ওপারে পার হওয়ার সময় এক বন্ধু পাড়ে উঠলেও শাহী কিনারে উঠতে পারেনি।

সে নদীর মধ্যে গিয়ে ডুবে যাওয়ার সময় বন্ধুদের সাহায্য চাইলে কিনারে থাকা অন্য বন্ধুরা বাঁশ নিয়ে নদীতে নামার আগেই সে পানির নিচে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ডুবুরিদল শাহীর লাশ উদ্ধার তৎপরতা চালায়। ৬ ঘন্টা অভিযানের পর সন্ধ্যা ৭টার দিকে শাহীর লাশ উদ্ধার করে ডুবুরি দল। ঘটনার পর থেকে নদী দুপাশে হাজার হাজার নারী-পুরুষ ভীড় জমায়। সবাই শোকে কাতর হয়ে পড়ে। এক বছর আগে একই স্থানে সাঁতার কাটতে গিয়ে পলক নামে এক স্কুল ছাত্র ডুবে মারা যায়।

ঘটনাস্থলে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

ছবি : ফেসবুক





0 Response to "বদলগাছী ছোট যমুনা নদীতে কলেজ ছাত্র গোসল করতে নেমে নিখোজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article