
বদলগাছী ছোট যমুনা নদীতে কলেজ ছাত্র গোসল করতে নেমে নিখোজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার
বদলগাছী ছোট যমুনা নদীতে কলেজ ছাত্র গোসল করতে নেমে নিখোজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার
বন্ধু ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট শনিবার বেলা ১১ টায় বন্ধুদের সাথে সদর উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশে কেন্দ্রীয় মন্দিরের রিভার সিটি পার্কের নিচে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা শেষে দুপুর পৌনে ১ টার দিকে নদীতে গোসল করতে নামে। গোসলে নেমে দুই বন্ধু সাঁতার কেটে নদীর ওপারে পার হওয়ার সময় এক বন্ধু পাড়ে উঠলেও শাহী কিনারে উঠতে পারেনি।
সে নদীর মধ্যে গিয়ে ডুবে যাওয়ার সময় বন্ধুদের সাহায্য চাইলে কিনারে থাকা অন্য বন্ধুরা বাঁশ নিয়ে নদীতে নামার আগেই সে পানির নিচে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ডুবুরিদল শাহীর লাশ উদ্ধার তৎপরতা চালায়। ৬ ঘন্টা অভিযানের পর সন্ধ্যা ৭টার দিকে শাহীর লাশ উদ্ধার করে ডুবুরি দল। ঘটনার পর থেকে নদী দুপাশে হাজার হাজার নারী-পুরুষ ভীড় জমায়। সবাই শোকে কাতর হয়ে পড়ে। এক বছর আগে একই স্থানে সাঁতার কাটতে গিয়ে পলক নামে এক স্কুল ছাত্র ডুবে মারা যায়।
ঘটনাস্থলে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ছবি : ফেসবুক
0 Response to "বদলগাছী ছোট যমুনা নদীতে কলেজ ছাত্র গোসল করতে নেমে নিখোজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার"
Post a Comment