
শ্রীপুরে ধর্ষণের অভিযোগে ৩ তরুণকে আসামি করে মামলা
জেলা শ্রীপুর, গাজীপুর
প্রতীকী ছবিগাজীপুরের শ্রীপুর উপজেলায় এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে তিন তরুণের নামে মামলা হয়েছে। শনিবার দুপুরে শ্রীপুর থানায় মামলাটি করেন ওই গৃহবধূ। শুক্রবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগে বলা হয়।
ওই গৃহবধূ ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। তিনি শ্রীপুরে একটি কারখানায় চাকরি করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ৪ বছর আগে একজনকে বিয়ে করেন। বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। শুক্রবার রাত ১১টার দিকে স্বামী তাঁকে ফোন করে বাড়ি থেকে বের হয়ে তাঁর সঙ্গে দেখা করতে বলেন।
গৃহবধূ বাড়ি থেকে বের হয়ে এলে স্বামী তাঁকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে চলে যান। এরপর শান্ত মিয়া (২১), রিফাত (২১) ও নায়িম (১৯) নামের তিন তরুণ গৃহবধূকে তুলে নিয়ে শ্রীপুরের নয়নপুর এলাকায় নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনায় তিন তরুণকে আসামি করে শনিবার দুপুরে শ্রীপুর থানার ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে
0 Response to "শ্রীপুরে ধর্ষণের অভিযোগে ৩ তরুণকে আসামি করে মামলা "
Post a Comment