
ভর্তি পরীক্ষার পরেই চবিতে সশরীরে ক্লাস
Thursday, October 7, 2021
Comment
ফাইল ছবি
আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হলেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস।
বুধবার (৬ অক্টোবর) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, আমাদের সব একাডেমিক কার্যক্রম চলছে। সব বিভাগে পরীক্ষা চলছে। সামনে ভর্তি পরীক্ষা। এরমধ্যে ক্লাস শুরু করা সম্ভব হবে না। তাই ভর্তি পরীক্ষার পরে সশরীরে ক্লাসের সিদ্ধান্ত আসবে।
প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে চবির শাটল ট্রেন চলাচল শুরু হবে। এছাড়া ১৮ অক্টোবর অন্তত এক ডোজ টিকা দেওয়া স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের আবাসিক শিক্ষার্থীদের আবাসিক হল খুলবে।
0 Response to "ভর্তি পরীক্ষার পরেই চবিতে সশরীরে ক্লাস"
Post a Comment