-->
তালাকানামা পাঠিয়েছে, আমি পেয়েছি, কিন্তু স্বাক্ষর করব না: নোবেল

তালাকানামা পাঠিয়েছে, আমি পেয়েছি, কিন্তু স্বাক্ষর করব না: নোবেল

 

এলেই যদি কেন চলে যাবে
একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি...
ভিজে যাবে তুমি...

ডিভোর্স লেটার পেয়েছি, বিচলিত নই, এটা তিন মাস পর নিজ থেকেই কার্যকর হবে।

 ২০১৯ সালের ১৫ নভেম্বর গায়ক নোবেলকে ভালোবেসে বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদ। কিন্তু বিভিন্ন কারণে তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেনি।


পারিবারিক জীবনে বনিবনা না হওয়ায় সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী সালসাবিল।গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন তিনি। বুধবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সালসাবিল অল বাংলাকে বলেন, ‘আমি ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকনামা পাঠিয়েছি। তিনি তা স্বাক্ষর করেছেন কি না জানি না। তবে যদি স্বাক্ষর না করেন তাহলে তালাকনামা পাঠানোর তিন মাস পর এটা কার্যকর হবে।’

সালসাবিল আরও বলেন, সে মাদকাসক্ত এবং বিভিন্ন নারীতে আসক্ত। বিভিন্ন সময় আমাকে নির্যাতন করেছে নোবেল। সে একজন মানসিক রোগী। এসব কারণে ওর সাথে সংসার করা সম্ভব না। তাই ডিভোর্স লেটার (তালাক নোটিশ) পাঠিয়েছি।’

গত ২৫ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন নোবেল। তাতে দেখা যাচ্ছে- দুর্গম পার্বত্য অঞ্চলের নাফাকুম জলপ্রপাতের পাশে এক নারীর সঙ্গে বসে আছেন নোবেল। তিনি ঠিক কী করছিলেন, সেটি একেবারে স্পষ্ট না হলেও গাঁজার কলকি টানছেন বলেই মনে করতে পারেন নেটাগরিকরা।

তবে বিচ্ছেদের পর কাজে মনোযোগ দেবেন বলে জানালেন এই গায়ক। আরও জানালেন, বিচ্ছেদ নিয়ে নতুন গানও তৈরি করেছেন তিনি। চলতি মাসেই গানটি প্রকাশ করতে চান নোবেল।

0 Response to "তালাকানামা পাঠিয়েছে, আমি পেয়েছি, কিন্তু স্বাক্ষর করব না: নোবেল"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article