
মেসি, বেনজেমা, নেইমার, রোনালদো, লেভা...কে জিতবেন ব্যালন ডি’অর?
Saturday, October 9, 2021
Comment

ব্যালন ডি'অরে মনোনীত ৩০
সেজার আসপিলিকেতা, নিকোলো বারেল্লা, করিম বেনজেমা, লিওনার্দো বোনুচ্চি, কেভিন ডি ব্রুইনা, জর্জো কিয়েল্লিনি, ক্রিস্টিয়ানো রোনালদো, রুবেন দিয়াস, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ব্রুনো ফার্নান্দেজ, ফিল ফোডেন, আর্লিং হরলান্ড, জর্জিনিও, হ্যারি কেইন, এনগোলো কান্তে, সিমন কিয়ের, রবার্ট লেভানডফস্কি, রোমেলু লুকাকু, রিয়াদ মাহরেজ, লওতারো মার্তিনেজ, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদরিচ, জেরার্দ মরেনো, মেসন মাউন্ট, নেইমার, পেদ্রি, মো. সালাহ, রাহিম স্টার্লিং, লুইস সুয়ারেজ
এ তালিকা থেকে পুরস্কারটি শেষ পর্যন্ত কার হাতে উঠতে পারে? প্রিয় পাঠক, আপনার মত জানিয়ে দিতে পারেন নিচের পোল-এ।
0 Response to "মেসি, বেনজেমা, নেইমার, রোনালদো, লেভা...কে জিতবেন ব্যালন ডি’অর?"
Post a Comment