-->
মেসি, বেনজেমা, নেইমার, রোনালদো, লেভা...কে জিতবেন ব্যালন ডি’অর?

মেসি, বেনজেমা, নেইমার, রোনালদো, লেভা...কে জিতবেন ব্যালন ডি’অর?

 

ব্যালন ডি’অরের মঞ্চে নেইমার, মেসি ও রোনালদো এখনো নিয়মিত
ব্যালন ডি’অরের মঞ্চে নেইমার, মেসি ও রোনালদো এখনো নিয়মিত     ছবি: রয়টার্স

অপেক্ষা আর দিন পঞ্চাশের। আগামী ২৯ নভেম্বর প্যারিসে বছরের সেরা ফুটবলারের নাম ঘোষণা করবে ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকী। তার আগে গতকাল ঘোষণা করা হয়েছে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ ফুটবলারের নাম।

পাশাপাশি বছরের সেরা গোলকিপারের পুরস্কার লেভ ইয়াসিন ট্রফি এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ত্রফি রেমঁ কোপার মনোনীতদের নামও ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল।
ক্যারিয়ারে এ পর্যন্ত ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি
ক্যারিয়ারে এ পর্যন্ত ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি     
ছবি: এএফপি

ব্যালন ডি'অরে মনোনীত ৩০ 

সেজার আসপিলিকেতা, নিকোলো বারেল্লা, করিম বেনজেমা, লিওনার্দো বোনুচ্চি, কেভিন ডি ব্রুইনা, জর্জো কিয়েল্লিনি, ক্রিস্টিয়ানো রোনালদো, রুবেন দিয়াস, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ব্রুনো ফার্নান্দেজ, ফিল ফোডেন, আর্লিং হরলান্ড, জর্জিনিও, হ্যারি কেইন, এনগোলো কান্তে, সিমন কিয়ের, রবার্ট লেভানডফস্কি, রোমেলু লুকাকু, রিয়াদ মাহরেজ, লওতারো মার্তিনেজ, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদরিচ, জেরার্দ মরেনো, মেসন মাউন্ট, নেইমার, পেদ্রি, মো. সালাহ, রাহিম স্টার্লিং, লুইস সুয়ারেজ

এ তালিকা থেকে পুরস্কারটি শেষ পর্যন্ত কার হাতে উঠতে পারে? প্রিয় পাঠক, আপনার মত জানিয়ে দিতে পারেন নিচের পোল-এ।

0 Response to "মেসি, বেনজেমা, নেইমার, রোনালদো, লেভা...কে জিতবেন ব্যালন ডি’অর?"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article