-->
খাওয়া-ঘুম প্রায় ছেড়েই দিয়েছেন শাহরুখ

খাওয়া-ঘুম প্রায় ছেড়েই দিয়েছেন শাহরুখ

শাহরুখ খান।
শাহরুখ খান।
ইনস্টাগ্রাম

 

অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা থাকা সত্ত্বেও বলিউড সুপারস্টার শাহরুখ খানের কাছে সবকিছুই যেন অর্থহীন। কারণ, তাঁর আদরের বড় সন্তান আরিয়ান এখন জেলে। আর্থার রোড জেলের চার দেয়ালের ভেতরে কাটছে তাঁর দিনরাত।

এ কথা বললে বাড়াবাড়ি হবে না, বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন শাহরুখ।

দুনিয়াজুড়ে তাঁর তারকাখ্যাতি। ছবি হিট করুক বা ফ্লপ, তাঁর এতটুকু প্রভাব কিং খানের স্টারডমে পড়ে না। শত ব্যস্ততার মধ্যেও শাহরুখ তাঁর পরিবারের জন্য সময় বের করেন। সুযোগ পেলেই আরিয়ান, সুহানা, আবরামের সঙ্গে খুনসুটি করে সময় কাটান। বাচ্চাদের নিজের হাতে পাস্তা রান্না করে খাওয়াতে ভালোবাসেন তিনি। এমনকি সময় পেলে তিন সন্তানকে স্কুলের গেট অবধি ছেড়ে দিয়ে আসেন কিং খান।

শাহরুখ খান-আরিয়ান-সুহানা-আবরাম
শাহরুখ খান-আরিয়ান-সুহানা-আবরাম
ছোট ছেলে আবরামকে বলা যেতে পারে তাঁর ছায়াসঙ্গী। ক্রিকেটের ময়দান হোক বা শুটিং স্পট, আবরামকে প্রায় সব সময় শাহরুখের সঙ্গে দেখা যায়। কিং খানের এক ঘনিষ্ঠ প্রযোজক বন্ধু এ সময় তাঁর (শাহরুখ) মানসিক অবস্থার কথা কিছুটা প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে বন্ধুটি জানান যে আরিয়ান গ্রেপ্তারের পর থেকে শাহরুখকে বাইরে থেকে দেখে শান্ত মনে হবে। বাহ্যিক তাঁর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান।
ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান। 
ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কিন্তু বলিউড সুপারস্টার অন্তর থেকে অত্যন্ত ক্ষতবিক্ষত বলে জানান তিনি। প্রযোজক বন্ধুটি জানান যে তাঁর সব রাগ, যন্ত্রণা অদ্ভুতভাবে দমিয়ে রেখেছেন শাহরুখ। তিনি আরও বলেন, ‘ও খাওয়া, ঘুম প্রায় ছেড়ে দিয়েছে। এমনিতেই ও মাত্র কিছু ঘণ্টা ঘুমায়। এখন সেটাও যেতে বসেছে। যত বড় সুপারস্টার সে হোক না কেন, শেষ পর্যন্ত অসহায় এক বাবা। ওর হৃদয় এখন চূর্ণবিচূর্ণ।’


আরিয়ান

আরিয়ান       
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আরিয়ান খান মাদক-কাণ্ডে গ্রেপ্তারের পর থেকে শাহরুখের ক্যারিয়ারেও প্রভাব পড়তে চলেছে। তিনটা ছবির শুটিং চলছিল। সব কটির শুটিং এখন বন্ধ রেখেছেন। এ ছাড়া একাধিক নামীদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন তাঁর হাতে। একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ। আর এ কারণে বছরে তিনি চার কোটি রুপি পান।

0 Response to "খাওয়া-ঘুম প্রায় ছেড়েই দিয়েছেন শাহরুখ"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article