
খাওয়া-ঘুম প্রায় ছেড়েই দিয়েছেন শাহরুখ
Saturday, October 9, 2021
Comment
![]() |
অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা থাকা সত্ত্বেও বলিউড সুপারস্টার শাহরুখ খানের কাছে সবকিছুই যেন অর্থহীন। কারণ, তাঁর আদরের বড় সন্তান আরিয়ান এখন জেলে। আর্থার রোড জেলের চার দেয়ালের ভেতরে কাটছে তাঁর দিনরাত।
এ কথা বললে বাড়াবাড়ি হবে না, বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন শাহরুখ।
দুনিয়াজুড়ে তাঁর তারকাখ্যাতি। ছবি হিট করুক বা ফ্লপ, তাঁর এতটুকু প্রভাব কিং খানের স্টারডমে পড়ে না। শত ব্যস্ততার মধ্যেও শাহরুখ তাঁর পরিবারের জন্য সময় বের করেন। সুযোগ পেলেই আরিয়ান, সুহানা, আবরামের সঙ্গে খুনসুটি করে সময় কাটান। বাচ্চাদের নিজের হাতে পাস্তা রান্না করে খাওয়াতে ভালোবাসেন তিনি। এমনকি সময় পেলে তিন সন্তানকে স্কুলের গেট অবধি ছেড়ে দিয়ে আসেন কিং খান।


কিন্তু বলিউড সুপারস্টার অন্তর থেকে অত্যন্ত ক্ষতবিক্ষত বলে জানান তিনি। প্রযোজক বন্ধুটি জানান যে তাঁর সব রাগ, যন্ত্রণা অদ্ভুতভাবে দমিয়ে রেখেছেন শাহরুখ। তিনি আরও বলেন, ‘ও খাওয়া, ঘুম প্রায় ছেড়ে দিয়েছে। এমনিতেই ও মাত্র কিছু ঘণ্টা ঘুমায়। এখন সেটাও যেতে বসেছে। যত বড় সুপারস্টার সে হোক না কেন, শেষ পর্যন্ত অসহায় এক বাবা। ওর হৃদয় এখন চূর্ণবিচূর্ণ।’
0 Response to "খাওয়া-ঘুম প্রায় ছেড়েই দিয়েছেন শাহরুখ"
Post a Comment