
৯৯৯-এ কল পেয়ে লাশ উদ্ধার
Wednesday, September 8, 2021
Comment
![]() |
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়াবাজারসংলগ্ন বাঁকখালী নদীর পাড়ে জিও ব্যাগ বসানোর কাজ করছিলেন শ্রমিক দেলোয়ার হোসেন (১৯)। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তিনি নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। এরপর সাহায্যের জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হয়। নিখোঁজের ২০ ঘণ্টা পর আজ বুধবার বেলা ১১টার দিকে নদীর দক্ষিণ খরুলিয়া চেয়ারম্যানপাড়া অংশ থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বেলা দুইটার দিকে নৌকা দিয়ে কাজ করার সময় আকস্মিকভাবে চার শ্রমিক নৌকা থেকে ছিটকে নদীতে পড়েন। তিনজন শ্রমিক সাঁতরে তীরে উঠতেও তাঁর ছেলে দেলোয়ার নদীতে তলিয়ে যান
নিহত দেলোয়ার ঝিলংজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভিপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউসুফের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার জাহিদ চৌধুরী বলেন, ৯৯৯-এ কল পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়েছিলেন। আজ সকালে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে নিখোঁজ দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত দেলোয়ারের বাবা মোহাম্মদ ইউসুফ বলেন, বাঁকখালী নদীর পাড় ভাঙন রক্ষায় গতকাল সকাল থেকে জিও ব্যাগ বসানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বেলা দুইটার দিকে নৌকা দিয়ে কাজ করার সময় আকস্মিকভাবে চার শ্রমিক নৌকা থেকে ছিটকে নদীতে পড়েন। তিনজন শ্রমিক সাঁতরে তীরে উঠতেও তাঁর ছেলে দেলোয়ার নদীতে তলিয়ে যান।
0 Response to " ৯৯৯-এ কল পেয়ে লাশ উদ্ধার"
Post a Comment