-->
সাত কোটি টাকা আদায়ে ইভ্যালিকে আইনি নোটিশ

সাত কোটি টাকা আদায়ে ইভ্যালিকে আইনি নোটিশ

ইভ্যালি
ইভ্যালি

 


সাত কোটি টাকা পাওনা আদায়ের অংশ হিসেবে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে গত সোমবার আইনি নোটিশ পাঠিয়েছে পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান পেপারফ্লাই। প্রতিষ্ঠানটি ইভ্যালির গ্রাহকদের কাছে পণ্য বিলি করে এলেও সাত মাস ধরে কোনো টাকা পাচ্ছিল না।

পাওনা আদায়ে পেপারফ্লাই নানাভাবে চেষ্টা করলেও ইভ্যালি কোনো সাড়া দিচ্ছিল না বলে নোটিশে বলা হয়। আর তাই ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।


 আরও পড়ুন... ইভ্যালির কাছে গ্রাহকের পাওনা ৩১১ কোটি টাকা


পেপারফ্লাইয়ের সহপ্রতিষ্ঠাতা রাহাত আহমেদ বুধবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমরা ইভ্যালির পণ্য বিলির কাজ করেছি। আমাদের সঙ্গে তাদের চুক্তি আছে। টাকা চেয়ে চেয়ে না পেয়েই শেষ পর্যন্ত আইনি নোটিশ দেওয়া হলো।’

পেপারফ্লাইয়ের মতো অনেক ব্যবসায়ীই ইভ্যালির কাছে টাকা পান বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া ইভ্যালির হিসাব অনুযায়ী, ব্যবসায়ীদের কাছে ইভ্যালির দেনা ২০৫ কোটি টাকার বেশি। আর গ্রাহকেরা ইভ্যালির কাছে পান ৩১১ কোটি টাকা।


ইভ্যালির দেওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ জুলাই পর্যন্ত ইভ্যালির মোট দায় ৫৪৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির কাছে চলতি সম্পদ ছিল মাত্র ৬৫ কোটি টাকা। এই সম্পদ দিয়ে কোনো অবস্থাতেই কোম্পানিটি দায় পরিশোধ করতে পারবে না বলে প্রতিবেদনে আশঙ্কা করা হয়।

পেপারফ্লাইয়ের আইনি নোটিশের বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে পেপারফ্লাই সাত কোটি টাকা পায়, এটা ঠিক। এ টাকা আমরা দিয়ে দেব।’ কবে দেওয়া সম্ভব, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ রাসেল বলেন, ‘সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। আমরা তো ব্যবসা করছি। ফলে বেশি সময় লাগবে না।’


ইভ্যালি আরও পড়ুন... কর্মীদের ভালো চাকরি খুঁজতে বলছে ইভ্যালি 


0 Response to "সাত কোটি টাকা আদায়ে ইভ্যালিকে আইনি নোটিশ"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article