-->
কিছুক্ষণের মধ্যে বন্ধ হবে লাখ লাখ মোবাইল ফোনের বিভিন্ন সেবা

কিছুক্ষণের মধ্যে বন্ধ হবে লাখ লাখ মোবাইল ফোনের বিভিন্ন সেবা

 

কিছুক্ষণের মধ্যে বন্ধ হবে লাখ লাখ মোবাইল ফোনের বিভিন্ন সেবা
ফাইল ছবি

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) থেকে আপডেট না হওয়ায় অসংখ্য অ্যান্ড্রয়েড স্মাটফোনে গুগলের জরুরি সেবা বন্ধ হয়ে যাবে। এর ফলে অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল ম্যাপ, ইউটিউব, ড্রাইভ ও জিমেইল সেবাগুলো ব্যবহার করা যাবে না।

গুগল বলছে, ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন আপডেট না করে বা নতুন ফোন না নেয়, তাহলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ গুগলের এসব সেবা থেকে বঞ্চিত হবেন।


গুগল তাদের ওয়েবসাইটে সংক্ষিপ্ত একটি পোস্টে এসব জানিয়েছে বলে দ্য সান’র প্রতিবেদন থেকে জানা গেছে।

প্রতিবেদনে টেক টাইটানের সূত্রের বরাতে বলা হয়েছে, যে সব ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩ ব্যবহার করেন তারা গুগলে সাইন ইন করতে পারবেন না। গুগলের পুরাতন এই সংস্করণটি চালু হয়েছিল ২০১০ সালের ডিসেম্বরে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া। ক্যালিফোর্নিয়ার সার্চ জায়ান্ট নিয়মিতই অ্যান্ড্রয়েড সফটওয়ারের পুরনো সংস্করণ বন্ধ করে নতুন সংস্করণ প্রকাশ করে থাকে।

0 Response to "কিছুক্ষণের মধ্যে বন্ধ হবে লাখ লাখ মোবাইল ফোনের বিভিন্ন সেবা"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article