-->
মিয়ানমার সীমান্তে  ইয়াবা পাচারের  গ্রেপ্তার দুজন

মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের গ্রেপ্তার দুজন

হাতকড়া
হাতকড়া  
প্রতীকী ছবি

মিয়ানমার সীমান্তে ঘুমধুম পয়েন্ট দিয়ে কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৯২ হাজার ৫০০ ইয়াবা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে তিন কোটি টাকা। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার রাত নয়টায় ঘুমধুমের বেতবুনিয়া বাজারের প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়ে পুলিশের অভিযান পরিচালনার সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার পিটিআই স্কুল এলাকার মৃত দুনু মিয়ার ছেলে মঞ্জুর আলম (৩২) এবং উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল এলাকার আলী আহমদের ছেলে নুরুল আলম (২৯)। 



পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, মিয়ানমার থেকে চোরাইপথে ইয়াবাগুলো এনে বিশেষ কৌশলে সিএনজিচালিত অটোরিকশার ভেতর লুকিয়ে উখিয়ায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৯২ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এই মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।



0 Response to "মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের গ্রেপ্তার দুজন"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article