-->
নোয়াখালীর হাতিয়াতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক

নোয়াখালীর হাতিয়াতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক

 

নোয়াখালীর হাতিয়াতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার রাতে উপজেলার চরগাসিয়া বার আউলিয়ার বাজারস্থ এক ফার্মেসি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় আরো ৫-৬ জন পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন-লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া ৭ নম্বর ওয়ার্ডের আবুল কালাম ওরফে কালোন বেপারীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৩৭) ও হাতিয়ার চর কিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হকের ছেলে সোহরাব উদ্দিন (৩২)।
র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, নিয়মিত অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এসময় ২টি দেশীয় তৈরি এলজি, শটগানের ৩টি কার্তুজ , নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে ঘটনাস্থল এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

0 Response to "নোয়াখালীর হাতিয়াতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article