-->
তবে কি যশকেই স্বীকৃতি দিলেন নুসরাত

তবে কি যশকেই স্বীকৃতি দিলেন নুসরাত

নুসরাত জাহান
নুসরাত জাহান  
ছবি: ইনস্টাগ্রাম থেকে

 রতের পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত জুটিকে ভক্তরা আদর করে ডাকেন ‘যশরত’। সম্প্রতি প্রিয় যশরতকে নিয়ে একটি ভিডিও বানিয়ে প্রকাশ করেছেন তাঁরা। সেখানে দেখা গেছে এ জুটির বিভিন্ন সময়ের সাক্ষাৎকার ও শুটিং মুহূর্ত। তাতে জুড়ে দেওয়া হয়েছে গান। ভক্তরা ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ঈশানের জন্য যশরতকে অনেক শুভেচ্ছা।’ ভাবখানা এমন যেন ভক্তরা নিশ্চিত, যশই ঈশানের জনক।

বাসায় ফিরে প্রথম ছবি। ধারণা করা যায় এটি তুলেছেন যশ
বাসায় ফিরে প্রথম ছবি, ধারণা করা যায় এটি তুলেছেন যশ  
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছে নুসরাতের ফ্যান পেজ ‘নুসরত জাহান ফ্যান ফরএভার’। ফ্যান ক্লাবের ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে দিয়েছেন নুসরাত। ভিডিওটির এহেন স্বীকৃতি থেকে কি ধরে নেওয়া যায় না যে তাঁর সন্তানের বাবা যে যশ, নীরবে সেটি স্বীকার করে নিচ্ছেন নুসরাত?
নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত
নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত 
 
ছবি: ইনস্টাগ্রাম

নুসরাতের সাম্প্রতিক পোস্টও সেই ইঙ্গিতই দিচ্ছে। গত বৃহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করেছিলেন নুসরাত। ছবিতে লেখা, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের সমালোচনাও কানে তুলতে নেই।’ হ্যাশট্যাগে লিখেছিলেন, ‘নতুন ভূমিকা’, ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’। তারই নিচে আলোকচিত্রী হিসেবে উল্লেখ করেছেন সন্তানের বাবার কথা। লিখেছেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে ‘নতুন মা’ লেখার পর ‘ড্যাডি’ শব্দটি উল্লেখ করায় অনেকেই মনে করছেন, তিনি তাঁর সন্তানের বাবার কথাই বলছেন। কিন্তু তাঁর নাম উল্লেখ করা হয়নি।


 গত ২৬ আগস্ট কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন নুসরাত। হাসপাতালে ভর্তি হওয়া থেকে বাড়ি ফেরা, প্রতিটি ধাপে যশকে দেখা গেছে নুসরাতের সঙ্গে। তাই ভক্তদের অনেকেই মনে করছেন, যশই নুসরাতের সন্তানের বাবা।

0 Response to "তবে কি যশকেই স্বীকৃতি দিলেন নুসরাত"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article