-->
বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে, আগে মনস্থির করুক : ইনু

বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে, আগে মনস্থির করুক : ইনু

 বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে, আগে মনস্থির করুক : ইনু

নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছে। নিরপেক্ষ নির্বাচন কমিশন বিএনপি মূল লক্ষ নয়। তাদের উদ্দেশ্য হলো দুর্নীতিবাজ তারেক-খালেদা, যুদ্ধপরাধী ও জামাতকে রক্ষা করা।


সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের কেএনবি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।


হাসানুল হক ইনু বলেন, নির্বাচনকে দেখার মাফকাঠির চশমাটা এখনো ঠিক না, বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে, আগে মনস্থির করুক।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনু। এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর কাদের, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জাসদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


0 Response to "বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে, আগে মনস্থির করুক : ইনু"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article