
যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
আগামীকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
![]() |
বৃহস্পতিবার রাত আটটায় বিয়ের আনুষ্ঠানিকতা হবে |
লুকিয়ে অনেক কিছুই করা যায়, বিয়ে না। বিগত দিনে যাঁরা বিয়ে গোপন রাখার চেষ্টা করেছেন, তাঁরা কি রাখতে পেরেছেন? না, পারেননি। আর আমার মতো পাবলিক ফিগার লুকিয়ে বিয়ে করে গোপন রাখতে পারব? পারব না! সুতরাং ওই চিন্তা মাথাতেই নেই।
বিয়ের সিদ্ধান্ত পরিবারের নাকি নিজের ইচ্ছায়?
মূলত মা–বাবা চেয়েছিলেন আবার বিয়ে করে সংসারী হই। দুই মাস আগে আমি মানসিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিই। এরপরই পারিবারিকভাবে মেয়ে দেখার কাজ শুরু হয়। এরপর বিয়ের ব্যাপারটি এগোয়। এটা কোনোভাবেই প্রেমের বিয়ে না, পারিবারিক। সপ্তাহখানেক আগে শাম্মা ও তাঁর পরিবারের সবাই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন।
![]() | ||||
শাম্মা দেওয়ান এটা প্রেমের বিয়ে, এমনও কথা শোনা যাচ্ছিল। আমার ও আমার পরিবারের সবারই পছন্দে বিয়েটা হচ্ছে। প্রায় ছয় মাস আগে থেকেই পারিবারিকভাবে কথাবার্তা চলছিল। মেয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠাও সেখানেই। তাই আমরা দুজন দুজনের জানাশোনা ও বোঝাপড়ার বিষয়টির জন্য মাঝখানে সময় নিয়েছি। আপনার হবু স্ত্রী কী করেন? যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। সেখানকার একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন।
বিয়ের অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা কী? অনুষ্ঠান বড় আকারে হচ্ছে না। শুধুমাত্র দুই পরিবার, পরিবারের আত্মীয়স্বজন এবং আমার কয়েকজন সহকর্মী ও বন্ধুরা থাকবেন অনুষ্ঠানে। আপনার হবু বউ আপনার অভিনেতা সত্তাকে কীভাবে দেখেন? আমার অভিনীত নাটক নিয়মিতই দেখে। শুধু শাম্মা নয়, তাঁর পরিবারের সদস্যরাও আমার অভিনীত নাটক পছন্দ করেন। তবে অভিনেতা অপূর্ব নয়, ব্যক্তি অপূর্বকেই তাঁদের পরিবারের বেশি পছন্দ। সেই পছন্দেই আমাদের বিয়েটা হচ্ছে। আপনার হবু স্ত্রীর অভিনয়ে আগ্রহ আছে নাকি? না না, তাঁর অভিনয়ের কোনো আগ্রহ নেই। ![]()
|
0 Response to "যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব"
Post a Comment