-->
যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

 আগামীকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

বৃহস্পতিবার রাত আটটায় বিয়ের আনুষ্ঠানিকতা হবে
বৃহস্পতিবার রাত আটটায় বিয়ের আনুষ্ঠানিকতা হবে

আপনি বলছেন কাল বিয়ে, অথচ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে আপনি আগেই বিয়ে করে ফেলেছেন।

একদমই সত্য না। এখনো বিয়ে করিনি। একাধিক পোর্টালের খবরে দেখলাম, আমার নাকি গায়েহলুদও হয়েছে! সব মিথ্যা খবর। তবে বিয়ে করছি, আগামীকাল বৃহস্পতিবার রাত আটটায় বিয়ের আনুষ্ঠানিকতা হবে। বিয়ের আগে আমাদের দুই পরিবারের আনুষ্ঠানিকতা ছিল, হয়তো সেসব রংচং মাখিয়ে এমন মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। মেয়ের পরিবার ২৯ আগস্ট আমাকে দেখতে এসেছিল। দুই পরিবারের পরিচয়পর্বের একটা ব্যাপার ছিল। এতটুকুই।

লুকিয়ে বিয়ের কথাও সামনে এসেছে

লুকিয়ে অনেক কিছুই করা যায়, বিয়ে না। বিগত দিনে যাঁরা বিয়ে গোপন রাখার চেষ্টা করেছেন, তাঁরা কি রাখতে পেরেছেন? না, পারেননি। আর আমার মতো পাবলিক ফিগার লুকিয়ে বিয়ে করে গোপন রাখতে পারব? পারব না! সুতরাং ওই চিন্তা মাথাতেই নেই।


বিয়ের সিদ্ধান্ত পরিবারের নাকি নিজের ইচ্ছায়?

মূলত মা–বাবা চেয়েছিলেন আবার বিয়ে করে সংসারী হই। দুই মাস আগে আমি মানসিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিই। এরপরই পারিবারিকভাবে মেয়ে দেখার কাজ শুরু হয়। এরপর বিয়ের ব্যাপারটি এগোয়। এটা কোনোভাবেই প্রেমের বিয়ে না, পারিবারিক। সপ্তাহখানেক আগে শাম্মা ও তাঁর পরিবারের সবাই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন।












শাম্মা দেওয়ান
শাম্মা দেওয়ান








এটা প্রেমের বিয়ে, এমনও কথা শোনা যাচ্ছিল।

আমার ও আমার পরিবারের সবারই পছন্দে বিয়েটা হচ্ছে। প্রায় ছয় মাস আগে থেকেই পারিবারিকভাবে কথাবার্তা চলছিল। মেয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠাও সেখানেই। তাই আমরা দুজন দুজনের জানাশোনা ও বোঝাপড়ার বিষয়টির জন্য মাঝখানে সময় নিয়েছি।



আপনার হবু স্ত্রী কী করেন?

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। সেখানকার একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন।



জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত
জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

বিয়ের অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা কী?
অনুষ্ঠান বড় আকারে হচ্ছে না। শুধুমাত্র দুই পরিবার, পরিবারের আত্মীয়স্বজন এবং আমার কয়েকজন সহকর্মী ও বন্ধুরা থাকবেন অনুষ্ঠানে।

আপনার হবু বউ আপনার অভিনেতা সত্তাকে কীভাবে দেখেন?
আমার অভিনীত নাটক নিয়মিতই দেখে। শুধু শাম্মা নয়, তাঁর পরিবারের সদস্যরাও আমার অভিনীত নাটক পছন্দ করেন। তবে অভিনেতা অপূর্ব নয়, ব্যক্তি অপূর্বকেই তাঁদের পরিবারের বেশি পছন্দ। সেই পছন্দেই আমাদের বিয়েটা হচ্ছে।

আপনার হবু স্ত্রীর অভিনয়ে আগ্রহ আছে নাকি?




না না, তাঁর অভিনয়ের কোনো আগ্রহ নেই।

জিয়াউল ফারুক অপূর্ব।
জিয়াউল ফারুক অপূর্ব।
ছবি:সংগৃহীত

ব্যক্তিজীবনে নানা সংকট পার হয়েছেন। সবকিছু পেছনে ফেলে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন।


তেমন কোনো টেনশন বা চাপ অনুভব করছি না। জীবনে অনেক চড়াই–উতরাই পার করেছি। এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছি। ভক্ত, দর্শক সবার কাছেই দোয়া কামনা করছি, আমার নতুন জীবনের পথচলা যেন সুন্দর হয়।

হবু স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা আছে?


সেটারও কোনো সুযোগ নেই। দুজনে মিলে পরে সিদ্ধান্ত নেব ঘোরাঘুরির।


















0 Response to "যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article