
অবশেষে জামিন পেলেন পরীমণি

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি অবশেষে জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২২ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান দায়রা আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এত দীর্ঘ সময় পর শুনানির তারিখ ধার্য করার বৈধতা চ্যালেঞ্জ করে পরীমনির আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন গত ২৬ আগস্ট।
হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন এবং কেন দুই দিনের মধ্যে জামিন শুনানি আদেশ দেওয়া হবে না তাও জানতে চান রুলে। পরে ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল শুনানির জন্য তারিখ ধার্য করেন। এই রুল জারি করার পর মহানগর দায়রা আদালত শুনানি এগিয়ে আজ মঙ্গলবার দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট পরীমনিকে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সঙ্গে আশরাফুল ইসলাম দিপুকেও গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে বিদেশি মদসহ অন্যান্য দ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
গত ৫ আগস্ট পরীমনি ও তার সহযোগীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১০ আগস্ট আবার এই দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ গত ১৯ আগস্ট আবার একদিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে।
এজাহার অনুযায়ী তার বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, ৪ গ্রাম আইস মাদক ও ১টি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বং পাইপও উদ্ধার করে র্যাব।
0 Response to "অবশেষে জামিন পেলেন পরীমণি"
Post a Comment