-->
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

যশোরের খাজুরায় অধীর কুন্ডু (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ আগস্ট) স্থানীয় মাঝিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
অধীর কুন্ডু ওই গ্রামের মৃত হতীশ কুন্ডুর ছেলে।
ছোট ছেলে বিপুল কুন্ডু জানান, তার বাবা দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। যশোর, খুলনাসহ বিভিন্নস্থানে চিকিৎসা করিয়েও তিনি সুস্থ হননি। ইতিপূর্বে বেশ কয়েকবার তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ আগস্ট) গভীর রাতে সবার অগোচরে শোবার ঘর থেকে বেরিয়ে গলায় ফাঁস দেন। সকালে ঘরে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে বাতাবি লেবু গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার বাবাকে পাওয়া যায়।
জহুরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিন উদ্দীন জানান, খবর পেয়ে সকাল পৌনে ছয়টার দিকে নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় রশি কেটে মরদেহ নিচে নামানো হয়। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অধীর কুন্ডুর প্রথম স্ত্রী রেনু বালা। বিয়ের প্রথম থেকেই প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। কয়েক মাসের মাথায় রেনু বালা বাবার বাড়িতে চলে যান। পরে অধীর কুন্ডু দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে একটি পুত্র সন্তান ছিলো। তিন বছরের মাথায় রেনু বালা ফিরে এলে অধীর কুন্ডু দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দেন।
এদিকে, রেনু বালা ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তার সাথে কথা বলা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

0 Response to "গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article