-->
নওগাঁয় ভুয়া সেনাবাহিনী আটক

নওগাঁয় ভুয়া সেনাবাহিনী আটক


গতকাল ১১ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল ৩ টার পর  নওগাঁ শহরস্থ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড হতে অসহায় ও দারিদ্র্য বাস-মোটর শ্রমিকের জন্য বাংলাদেশ সেনাবাহিনী বাৎসরিক রেশন প্রদানের সুবিধা দেওয়ার নামে জনপ্রতি ৩১৯ টাকা করে নেওয়ার সময় দাপ্তরিক ইউনিফর্ম পরিহিত ০১ জন ভূয়া সেনাসদস্যকে আটক করেছে মোটর শ্রমিকেরা। 


পরবর্তীতে, নওগাঁ সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেন। এ সময় তার কাছ থেকে একটি ভূয়া আইডি কার্ড, রেশন প্রদান সংক্রান্ত চিঠি, কয়েকটি নেমপ্লেট জব্দ করা হয়। 


আটক ব্যক্তি  বদলগাছী উপজেলার শব্দলপর গ্রামের মো মান্নান হোসেন ছেলে মোঃ রায়হান হোসেন। 

0 Response to "নওগাঁয় ভুয়া সেনাবাহিনী আটক "

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article