-->
বার্সার তরুণের রেকর্ডের ম্যাচে ৩৭-এ থামল ইতালির রেকর্ড

বার্সার তরুণের রেকর্ডের ম্যাচে ৩৭-এ থামল ইতালির রেকর্ড


গোলদাতা ফেরান তোরেসকে ঘিরে স্পেন দলের উচ্ছ্বাস
গোলদাতা ফেরান তোরেসকে ঘিরে স্পেন দলের উচ্ছ্বাস ছবি: রয়টার্স

এখন পর্যন্ত তাঁর ক্লাব ফুটবলে পেশাদার অভিজ্ঞতাই মাত্র ২৭৬ মিনিটে। বার্সেলোনার যুব একাডেমি থেকে উঠে এসে এই মৌসুমে পাঁচটি ম্যাচে খেলেছেন, এ-ই যা! বয়সও ১৭ পার হলো এই গত ৫ আগস্ট। সেই গাভিই কাল খেলে ফেললেন স্পেন জাতীয় দলের জার্সিতে! তাতে হয়ে গেল ইতিহাস। ১৭ বছর ৬২ দিন বয়সী গাভির চেয়ে কম বয়সে স্পেন জাতীয় দলে খেলার রেকর্ড যে আর কারও নেই।

গাভির স্প্যানিশ রেকর্ড গড়ার দিনে নেশনস লিগের সেমিফাইনালে কাল থেমে গেল ইতালির রেকর্ড-যাত্রা। টানা অপরাজিত থাকার রেকর্ড রবার্তো মানচিনির ইতালি আগেই গড়েছিল, সেটিকে কাল ৩৭-এ থামিয়ে দিল স্পেন। মিলানের সান সিরো স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফেরান তোরেসের জোড়া গোলে ইতালিকে ২-১ হারিয়ে নেশনস লিগের ফাইনালে উঠে গেছে স্পেন।

আগামী ১১ অক্টোবর সান সিরোতেই হতে যাওয়া ফাইনালে লুইস এনরিকের দল প্রতিপক্ষ হিসেবে পাবে আজ আরেক সেমিফাইনালে বেলজিয়াম ও ফ্রান্সের মধ্যে জয়ী দলকে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে জুভেন্টাস স্টেডিয়ামে নামবে ফ্রান্স-বেলজিয়াম।


গাভি  হয়ে গেলেন স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড়

গাভি হয়ে গেলেন স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড় 
ছবি: রয়টার্স

গত জুলাইয়ে এই ইতালির কাছেই টাইব্রেকারে হেরে সেমিফাইনালে বাদ পড়েছিল স্পেন। অর্থহীন প্রীতি ম্যাচের বদলে একটা টুর্নামেন্ট বের করার চেষ্টা থেকে জন্ম নেওয়া নেশনস কাপের সঙ্গে ইউরোর তুলনা চলে না, তবু শেষ পর্যন্ত ইউরোর শিরোপা জেতা ইতালিকে এবার সেমিফাইনালেই বিদায় করে দেওয়ায় স্প্যানিশদের কিছুটা তৃপ্তি হওয়ারই কথা!

স্পেনের গোলদাতা ফেরান তোরেসও বলছিলেন, ‘জানতাম এটা একটা বিশেষ ম্যাচ হবে। আমরা ইউরোতে একটা সেমিফাইনালে বাদ পড়েছি। আরেকটা টুর্নামেন্টের সেমিফাইনালে ওদের নিজেদের মাটিতে হারানোর চেয়ে দারুণ আর কী হতে পারে!’

ইতালি আর স্পেন মানে তো দুই ফুটবল ঘরানার লড়াই, সান সিরোতে কাল ম্যাচটাও দুই ঘরানার প্রদর্শনীই দেখেছে। ইতালি বেশ কয়েকবার স্প্যানিশ রক্ষণ ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো ৪২ মিনিটে লাল কার্ড দেখে লিওনার্দো বোনুচ্চির মাঠ ছাড়াটাই ইতালিয়ানদের কপাল পুড়িয়েছে।

ইতালি কোচ মানচিনি ম্যাচ শেষে এ নিয়েই আক্ষেপ করলেন, ‘এটা হতাশার ছিল। আমাদের ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারা উচিত ছিল। আমরা এমন একটা ভুল করেছি, যেটা এই পর্যায়ে আমরা করতে পারি না।’


ফাঁকায় দাঁড়িয়ে হেড করেই ম্যাচে স্পেনের ও নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেস

ফাঁকায় দাঁড়িয়ে হেড করেই ম্যাচে স্পেনের ও নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেস 
ছবি: রয়টার্স

৪২ মিনিটে স্পেন মিডফিল্ডার সের্হিও বুসকেতসের সঙ্গে হেডে বল দখলের লড়াইয়ে গিয়েছিলেন বোনুচ্চি। কিন্তু বল দখলের লড়াইয়ে বুসকেতসের মুখে লাগে বোনুচ্চির হাত! ফলাফল, দ্বিতীয় হলুদ কার্ড।

এর আগেই অবশ্য স্পেন এক গোলে এগিয়ে ছিল। ১৭ মিনিটে বাঁ দিক থেকে মিকেল ওইয়ারাসাবালের ক্রসে দারুণ ভলিতে গোলটি করেন তোরেস। আর বোনুচ্চির লাল কার্ডের ধাক্কা সামলে ওঠার আগেই ইতালির জন্য দ্বিতীয় ধাক্কা হয়ে আসে প্রথমার্ধের যোগ করা সময়ে তোরেসের দ্বিতীয় গোল।


আবারও ওইয়ারসাবালেরই ক্রসে এসেছে গোলটা, এবার হেড করার সময়ে দূরের পোস্টে তোরেসের আশপাশে ইতালির কোনো ডিফেন্ডারই ছিলেন না!

ইতালি অবশ্য একেবারে দমে যায়নি। ৮৩ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোল শেষ দিকে রোমাঞ্চ জাগিয়ে তোলে। পাল্টা আক্রমণে স্প্যানিশ রক্ষণের ফাঁক গলে একসঙ্গে বেরিয়ে যান কিয়েসা ও লরেঞ্জো পেল্লেগ্রিনি। সামনে তখন শুধুই স্প্যানিশ গোলকিপার উনাই সিমন।

কিয়েসার গোলে ম্যাচে ফেরার  সম্ভাবনা জাগিয়েছিল ইতালি

কিয়েসার গোলে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল ইতালি
ছবি: রয়টার্স


বল নিয়ে একেবারে বক্সে ঢুকে যান পেল্লেগ্রিনি, শেষ মুহূর্তে যখন সিমন সামনে এগিয়ে আসেন, তখন পাসটা বাড়িয়ে দেন ফাঁকায় দাঁড়ানো কিয়েসার দিকে। ফাঁকা পোস্ট, আশপাশে তাঁকে বাধা দেওয়ার কেউ নেই...কিয়েসা সেখান থেকে গোল করতে না পারলেই সেটি হতো খবর!

এর আগে ফেদেরিকো বের্নার্দেস্কির একটা শট স্পেন গোলকিপারের ভালো পরীক্ষা নিয়েছে, লরেঞ্জো ইনসিনিয়ে বক্সে অনেক জায়গা পেয়েও প্রথম স্পর্শের শটটা পোস্টে রাখতে পারেননি। উল্টো দিকেও অবশ্য শিরোনামে আসার মতো ভুল প্রায় করেই ফেলেছিলেন ইতালি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা।

এই মৌসুমেই এসি মিলান থেকে পিএসজিতে যাওয়া গোলকিপার কাল মিলানে ফিরেছেন। ইতালির জার্সি গায়ে চাপানো মিলান সমর্থকদের দুয়ো পেয়েছেন ‘অভিবাদনে।’ এর মধ্যে রাতটা আরও দুঃস্বপ্নের হয়ে যাওয়ার জোগাড়। প্রথমার্ধে স্প্যানিশ লেফটব্যাক মার্কোস আলোনসোর জোরালো একটা শট ঠেকাতে গিয়ে ঠিকমতো তা করতে পারেননি দোন্নারুম্মা, বল পোস্টে লেগে পরে বারে লাগে। তখনো লাল কার্ড না দেখা বোনুচ্চি গোললাইন থেকে বিপদমুক্ত করেন ইতালিকে।

শেষ পর্যন্ত সেই বোনুচ্চিরই লাল কার্ড বিপদে ফেলে দেয় ইতালিকে!

0 Response to "বার্সার তরুণের রেকর্ডের ম্যাচে ৩৭-এ থামল ইতালির রেকর্ড"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article