-->
মিয়ানমারে বাড়ি-ঘরে আগুন দিয়েছে সেনাবাহিনী

মিয়ানমারে বাড়ি-ঘরে আগুন দিয়েছে সেনাবাহিনী

 

মিয়ানমারের চীন রাজ্যের পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষের বাড়ি-ঘরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে সে দেশের সেনাবাহিনী। বহু বাড়ি-ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন সেখানকার বাসিন্দারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, চীন রাজ্যের থান্টলাং শহরে স্থানীয় আত্মরক্ষা বাহিনীর সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়। এরপরই ভারী গোলাবর্ষণ চালায় সেনাবাহিনী।


থান্টলাং থেকে পালিয়ে আসা এক বাসিন্দা জানান, ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির কথা জানতে পেরেছি। সাধারণ মানুষের ওপর কামান নিয়ে হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে ৮০ থেকে ১০০ ঘর ধ্বংস হয়ে গেছে।


তিনি আরো জানান, আমরা জানি না আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কি না।


স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে পাহাড়ের ভেতরে থাকা বাড়ি-ঘর থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।


সূত্র: আল-জাজিরা


0 Response to "মিয়ানমারে বাড়ি-ঘরে আগুন দিয়েছে সেনাবাহিনী"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article