-->
শাবনূরের ‘চ্যানেল’ গায়েব

শাবনূরের ‘চ্যানেল’ গায়েব

 

শাবনূর।
শাবনূর।

শুরুতেই ধাক্কা খেলেন শাবনূর। তাঁর ইউটিউব চ্যানেলটি বেহাত হয়েছে। আজ শনিবার সকালে ঘুম থেকে উঠেই বিষয়টি টের পান তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে দুপুরে সিডনি থেকে খবরটি নিশ্চিত করেন শাবনূর। গত ১৫ সেপ্টেম্বর চ্যানেলটি চালু করেন তিনি। ১৫ দিনের মধ্যে চ্যানেলটির গ্রাহক হয় অর্ধলক্ষের কাছাকাছি।

শাবনূর।
শাবনূর।

এখন পর্যন্ত নিজের চ্যানেলটিতে সাতটি ভিডিও আপলোড করেছেন শাবনূর। প্রিয় অভিনেত্রীকে এভাবে পেয়ে খুশি হয়েছিলেন তাঁর ভক্ত ও দর্শক। কিন্তু হঠাৎ চ্যানেলটি বেহাত হওয়ায় খুবই কষ্ট পেয়েছেন শাবনূর।

শাবনূর
শাবনূর


শাবনূর জানান, আজ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ইউটিউবের জন্য যে মেইলটি ব্যবহার করতেন, সেটিতে কোনোভাবেই লগইন করতে পারছেন না। পরে দেখলেন, ইউটিউবেও ঢুকতে পারছেন না। চ্যানেলটি এখন দেখাও যাচ্ছেনা।

শাবনূর
শাবনূর
এখন পর্যন্ত নিজের চ্যানেলটিতে সাতটি ভিডিও আপলোড করেছেন শাবনূর। প্রিয় অভিনেত্রীকে এভাবে পেয়ে খুশি হয়েছিলেন তাঁর ভক্ত ও দর্শক। কিন্তু হঠাৎ চ্যানেলটি বেহাত হওয়ায় খুবই কষ্ট পেয়েছেন শাবনূর। তিনি বলেন, ‘এটা কেমন মানসিকতা রে বাপু। এটা তো ভার্চ্যুয়াল সন্ত্রাস।’
দীর্ঘদিন ধরে ছেলে, মা, ভাই, বোনকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। বারবার অভিনয়ে ফেরার কথা বললেও সিনেমায় তাঁকে আর পাওয়া যায়নি।

0 Response to "শাবনূরের ‘চ্যানেল’ গায়েব"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article