
জিয়াউদ্দিন আহমেদ ফাইল ছবি
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
জাতীয় পার্টির প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে জানান, কিছুক্ষণ আগে চিকিৎসকেরা জিয়াউদ্দিন আহমেদকে মৃত ঘোষণা করেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি সকাল সোয়া নয়টার দিকে মারা যান।
জাপা মহাসচিবের পরিবারের সদস্যরা জানান, গত মাসের শুরুর দিকে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। ৬ সেপ্টেম্বর তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে জিয়াউদ্দিন আহমেদকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
0 Response to "জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ আর নেই"
Post a Comment