-->
চ্যাম্পিয়নস লিগের ফেবারিট বাছতে গিয়ে বার্সার নামই নিলেন না মেসি

চ্যাম্পিয়নস লিগের ফেবারিট বাছতে গিয়ে বার্সার নামই নিলেন না মেসি

 

পিএসজিতে প্রিয় বন্ধু নেইমারের সঙ্গে খেলতে পারছেন মেসি
পিএসজিতে প্রিয় বন্ধু নেইমারের সঙ্গে খেলতে পারছেন মেসি ছবি: এএফপি

দুজনের পথ এখন দুদিকে। লিওনেল মেসি এখন পিএসজির কান্ডারি, ওদিকে বার্সেলোনা বর্তমান-ভবিষ্যতের চিন্তা করছে মেসিকে ছাড়াই। যে ক্লাবে খেলে এত অর্জন, এত প্রাপ্তি, এত সাফল্য, সেই বার্সেলোনার হয়ে মেসি এখন আর মাঠে নামেন না। ক্যাম্প ন্যুতে আর ধ্বনিত হয় না ‘মেসি’, ‘মেসি’ স্লোগান। এই স্লোগানে এখন মুখরিত হয় প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের গ্যালারি।

মেসিও হয়তো বুঝেছেন, এটাই কঠিন বাস্তবতা। বার্সেলোনার প্রতি তাঁর সামান্যতম ভালোবাসা যদি এখনো থেকে থাকে, সেটাকে ঢেকে রাখতে হবে পেশাদারির খোলসে।

লিওনেল মেসি, যখন বার্সায় ছিলেন
লিওনেল মেসি, যখন বার্সায় ছিলেন
ফাইল ছবি: রয়টার্স

যত দিন বার্সায় ছিলেন, ক্লাবটার ভেতর-বাইরের সমস্যাগুলো বেশ ভালোই বুঝতেন। বোঝার পরেও থেকে গিয়েছিলেন প্রিয় বার্সেলোনায়। এখন তো আর সেদিন নেই যে বার্সেলোনার সমস্যাগুলোকে আড়াল করে রাখতে হবে। এ কারণেই হয়তো বার্সেলোনার সমস্যা নিয়ে এখন খোলামেলাভাবেই কথা বলেন মেসি। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিভিন্ন বিষয় নিয়ে মেসি এমন এক কথা বলেছেন যে যেকোনো বার্সেলোনা সমর্থকই হতাশ হবেন।


ফ্রান্স ফুটবল সাময়িকীকে সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন মেসি। স্বাভাবিকভাবেই অনেক বিষয় নিয়েই কথা বলেছেন। প্রসঙ্গক্রমে উঠে এসেছে নিজের সাবেক ক্লাব বার্সেলোনা, চ্যাম্পিয়নস লিগের বিভিন্ন বিষয়।


পিএসজিতে মানিয়ে নিচ্ছেন মেসি

পিএসজিতে মানিয়ে নিচ্ছেন মেসি 
ফাইল ছবি: রয়টার্স

মেসির চোখে সম্ভাব্য চ্যাম্পিয়নস লিগজয়ীদের তালিকায় কে কে আছে, এমন একটা প্রশ্নের জবাবে অন্যান্য অনেক ক্লাবের নাম বললেও, নিজের সাবেক ক্লাবের নামই বলেননি মেসি। যে ক্লাবে এত বছর ধরে ছিলেন, সে ক্লাবের ভেতরের খবর জানেন বলেই হয়তো ভেবেছেন, এই উচ্ছৃঙ্খল অবস্থায় চ্যাম্পিয়নস লিগ জেতা যায় না!


পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিততে পারে কি না, এমন প্রশ্নের জবাবে নিজেদের একতরফা ফেবারিট মানতে রাজি হননি মেসি, ‘সবাই বলছে পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিতবে। কিন্তু আমার কাছে মনে হয়, আরও অনেক দল আছে, যাদের চ্যাম্পিয়নস লিগ জেতার সামর্থ্য আছে।’


রিয়ালের নাম নিলেও বার্সার নাম নেননি মেসি
রিয়ালের নাম নিলেও বার্সার নাম নেননি মেসি
ছবি: রয়টার্স

সে দলগুলোর নাম কী? মেসির মুখ থেকেই শুনে নিন, ‘চেলসি আছে, আছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানও আছে। রিয়াল মাদ্রিদ সব সময়ই এই প্রতিযোগিতায় ভালো করে। আমি জানি না আমি কোনো ক্লাবের নাম বলতে ভুলে গেলাম কি না।’


তালিকায় একটা ক্লাবের না থাকাটা যেন বেশি করেই চোখে পড়ে। কোন ক্লাব আর, বার্সেলোনা! নিজের সাবেক ক্লাবকেই সম্ভাব্য চ্যাম্পিয়নস লিগজয়ীদের তালিকায় রাখতে চাইছেন না মেসি। শুধু বার্সেলোনাই নয়, মেসির তালিকায় নেই লিভারপুলের মতো ক্লাবও। যে ক্লাবের কাছে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরে দুই বছর আগে বাদ পড়েছিল মেসির বার্সেলোনা।

পিএসজির অনুশীলনে মেসি, নেইমার ও এমবাপ্পে

পিএসজির অনুশীলনে মেসি, নেইমার ও এমবাপ্পে
ফাইল ছবি: এএফপি
মেসি খুব ভালো করেই জানেন, পিএসজিতে অসাধারণ কিছু খেলোয়াড় থাকলেও দলীয় রসায়নের দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে আছেন তাঁরা, ‘আমাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছেন। তবে আমাদের নিজেদের মধ্যে রসায়ন ও বোঝাপড়াটা বাড়াতে হবে। শিরোপা জেতার জন্য একটা দল হিসেবে খেলা অনেক জরুরি। এই একটি দিকেই আমরা অন্যান্য ক্লাবের থেকে পিছিয়ে আছি, যাদের সম্মিলিত অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি।’


0 Response to "চ্যাম্পিয়নস লিগের ফেবারিট বাছতে গিয়ে বার্সার নামই নিলেন না মেসি"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article