
শেষ বলের ছক্কায় জিতল বেঙ্গালুরু
Saturday, October 9, 2021
Comment

শেষ পর্যন্ত ৩২ বলে ৮৪ রান করে ফেরেন কিষান। ইনিংসে ১১টি চারের সঙ্গে কিষান মারেন ৪টি ছয়। তিনে আসা হার্দিক পান্ডিয়া করেছেন ৮ বলে ১০ রান, চারে এসে কাইরন পোলার্ড ফিরেছেন ১২ বলে ১৩ রান করে। তবে কিষানের ব্যাটনটা এরপর নিয়েছেন সূর্যকুমার যাদব। সুইপ, স্কুপ—যাদব খেলেছেন সবকিছুই। ১৩তম ওভারে অভিষেক শর্মার পরপর দুই বলে ফিরেছেন পোলার্ড ও জিমি নিশাম, তবে যাদবের তাতে কিছু যায় আসেনি। ২৪ বলে ফিফটি হয়ে যায় তাঁর। আউট হয়েছেন ইনিংসের ২ বল বাকি থাকতে। এর আগে ইনিংসে ১৩ চারের সঙ্গে মেরেছেন ৩টি ছয়।
২৩৬ রানের প্রায় ‘অসম্ভব’ লক্ষ্য তাড়া করতে নেমে রয় করেছেন ২১ বলে ৩৪, ১৬ বলে ৩৩ রান অভিষেক শর্মার। এরপর এ ম্যাচে অধিনায়কত্ব করা মনীশ পান্ডে ৪০ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেও ১৯৩ রানেই আটকে গেছে হায়দরাবাদ।

আবুধাবিতে যখন রোমাঞ্চ মিলিয়ে গেছে, দুবাইয়ে তখনোই হয়েছে নাটক। ১৬৫ রান তাড়া করতে নেমে ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়া বেঙ্গালুরুকে টেনেছেন ভরত। এবি ডি ভিলিয়ার্স খেলেছেন সমানসংখ্যক বলে ২৬ রানের স্বভাববিরুদ্ধ ইনিংস। তবে ভরতের সঙ্গে এরপর গ্লেন ম্যাক্সওয়েলের জুটি আশা জুগিয়েছে তাদের।

শেষ ওভারে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই আবেশ খানকে চার মারেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় বলে ডাবলস এলেও পরের ৩ বলে আসে মাত্র ৩ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। আবেশ এরপর করেছেন ওয়াইড। শেষ বলে আবেশের মিডল স্টাম্প বরাবর করা ফুলটসে তুলে মারেন ভরত। বেশ কিছুক্ষণ সবাইকে অপেক্ষা করিয়ে বলটা এরপর পেরিয়েছে লং-অনের বাউন্ডারি, উল্লাসে মেতেছে বেঙ্গালুরু। ভরত শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ বলে ৭৮ রানে, অন্যদিকে থাকা ম্যাক্সওয়েল করেন ৩৩ বলে ৫১ রান। এর আগে পৃথ্বি শর ৩১ বলে ৪৮ ও শিখর ধাওয়ানের ৩৫ বলে ৪৩ রানের ইনিংসের পর শেষ দিকে শিমরন হেটমায়ারের ২২ বলে ২৯ রানে ১৬৪ পর্যন্ত যায় দিল্লি।
প্লে-অফে এখন প্রথম কোয়ালিফায়ারে দিল্লির মুখোমুখি হবে চেন্নাই। এলিমিনেটরে কলকাতার প্রতিপক্ষ বেঙ্গালুরু।
0 Response to "শেষ বলের ছক্কায় জিতল বেঙ্গালুরু"
Post a Comment