-->
পানশির নিয়ে পাল্টাপাল্টি দাবি

পানশির নিয়ে পাল্টাপাল্টি দাবি

 

ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ক্লাস করছেন। সোমবার কাবুলের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে
ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ক্লাস করছেন। সোমবার কাবুলের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েছবি: এএফপি

কয়েক দিন ধরে তীব্র লড়াই চলা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার এক বিবৃতিতে এ দাবি করেন। তবে এ উপত্যকায় এখনো তালেবান যোদ্ধাদের সঙ্গে জোর লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (এনআরএফ)। এএফপি ও রয়টার্স।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবৃতিতে বলেন, পানশিরে প্রতিরোধযোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা শেষ স্থানটুকুও তালেবান দখল করেছে। এ বিজয়ের মাধ্যমে আফগানিস্তানকে যুদ্ধভূমি থেকে পুরোপুরি বের করে নিয়ে আসা হয়েছে।
পাল্টাপাল্টি এ দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। সোমবার মুজাহিদ আরও এক বিবৃতিতে বলেছেন, তাঁরা সরকার গঠনের কাছাকাছি পর্যায়ে রয়েছে।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৩টি প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। তবে একমাত্র পানশির প্রদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এনআরএফের সঙ্গে তালেবানের সমঝোতা আলোচনা চলছিল। তবে তাতে সমাধান না এলে তালেবান পানশিরে আক্রমণ চালানোর পথ বেছে নেয়।
আফগানিস্তানে একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশটির জনগণের দুর্দশা অবসানে ইরান কাজ করবে। সেই সঙ্গে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সব বিদেশি শক্তির হস্তক্ষেপের নিন্দা জানায় ইরান।

এখন কাবুল দখলের তিন সপ্তাহের বেশি সময় পর পানশির উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল তালেবান। অবশ্য দিন কয়েক আগেই তালেবান দাবি করেছিল, তারা পানশির নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পরে খবর আসে, পানশিরে এনআরএফের প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। এরপর তালেবান দাবি করে, তাদের যোদ্ধারা পানশিরের রাজধানীতে ঢুকে পড়েছে।
পানশিরে লড়াইয়ে এনআরএফের একজন জ্যেষ্ঠ সদস্য ও মুখপাত্র নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার এনআরএফের বরাত দিয়ে আফগানিস্তানের সামা নিউজ জানায়, প্রতিরোধযুদ্ধে এনআরএফ দুই সহযোদ্ধাকে হারিয়েছে। তাঁরা হলেন এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি ও জেনারেল আবদুল ওয়াদুদ জারা। তিনি এনআরএফের নেতা আহমেদ মাসুদের ভাগনে।

তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে: এনআরএফ

পানশির পুরোপুরি দখলে নেওয়ার তালেবানের দাবি নাকচ করেছেন এনআরএফের যোদ্ধারা। একই সঙ্গে তাঁরা বলেছেন, তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে। সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এনআরএফের মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে বলেন, ‘এটা সত্য নয়, তালেবান পানশির দখল করতে পারেনি।’ এনআরএফের পক্ষ থেকে এক টুইটার পোস্টে দাবি করা হয়েছে, তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য পানশির উপত্যকাজুড়ে সব কৌশলগত অবস্থানে এনআরএফ বাহিনীর উপস্থিতি রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পানশিরের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের ফটকের সামনে তালেবান যোদ্ধারা দাঁড়িয়ে আছেন। তবে এসব ছবির সত্যতা যাচাই করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পানশিরের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের ফটকের সামনে তালেবান যোদ্ধারা দাঁড়িয়ে আছেন। তবে এসব ছবির সত্যতা যাচাই করা যায়নি।


তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানীর পতন হওয়ার পর ৩১ আগস্ট কাবুল ত্যাগ করে সর্বশেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের। কিন্তু পার্বত্য এলাকা পানশিরে স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বে তালেবানবিরোধী প্রতিরোধযুদ্ধ গড়ে তোলা হয়। সেখানে তাঁর নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর সদস্যদের একাংশ মিলে গঠন করা হয় এনআরএফ।

এদিকে আহমেদ মাসুদ ফেসবুকে এক পোস্টে বলেছেন, তাঁরা তালেবানের সঙ্গে আলোচনায় রাজি। তবে সে ক্ষেত্রে তালেবানকে আগে হামলা বন্ধ করতে হবে এবং তালেবানের সব সাজোঁয়া যান সরিয়ে নিতে হবে। ৩২ বছর বয়সী মাসুদ পানশিরের প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। কয়েক দশক আগে সাবেক সোভিয়েত বাহিনী ও পরে (১৯৯৬-২০০১) তালেবানের বিরুদ্ধে লড়াই করে ‘পানশিরের সিংহ’ বলে পরিচিতি পেয়েছিলেন আহমদ শাহ মাসুদ।


 

পানশিরে তালেবানের অভিযানের কঠোর নিন্দা ইরানের

এএফপি জানায়, পানশিরে প্রতিরোধযোদ্ধাদের বিরুদ্ধে তালেবানের অভিযানের কঠোর নিন্দা জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ সাংবাদিকদের বলেন, ‘পানশির থেকে যেসব খবর আসছে, তা সত্যিই উদ্বেগজনক। এ হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে।’

তালেবানের হাতে কাবুলের পতনের পর এত দিন সংগঠনটির বিরুদ্ধে কোনো সমালোচনা করা থেকে বিরত ছিল শিয়া সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান। তবে পানশিরে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবর প্রকাশিত হওয়ার পর সেখানকার লড়াই প্রসঙ্গে খতিবজাদেহ বলেন, ‘পানশির প্রশ্নে আমি যে বিষয়ে গুরুত্ব দিচ্ছি তা হলো আলোচনার মাধ্যমে সেখানকার সমস্যা সমাধান করা হোক।’

খতিবজাদেহ বলেন, আফগানিস্তানে একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশটির জনগণের দুর্দশা অবসানে ইরান কাজ করবে। সেই সঙ্গে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সব বিদেশি শক্তির হস্তক্ষেপের নিন্দা ইরান জানাচ্ছে বলেও জানান তিনি।

আফগানিস্তানের সঙ্গে ইরানের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতায় থাকলেও সে সময় সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সংগঠন তালেবানকে স্বীকৃতি দেয়নি দেশটি।


0 Response to "পানশির নিয়ে পাল্টাপাল্টি দাবি"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article