-->
শহরে শরৎ উৎসব

শহরে শরৎ উৎসব

 রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউসের উন্মুক্ত মঞ্চে উদ্বোধন করা হয়েছে ‘শরৎ উৎসব-১৪২৮’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করে এ অনুষ্ঠানের। এবার নিয়ে ১৬ বছর হলো শরৎ উৎসবের। শরৎ বন্দনা করে একক ও দলীয় গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান।


১ / ১০
 ‘শরৎ উৎসব ১৪২৮’ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
‘শরৎ উৎসব ১৪২৮’ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা

২ / ১০
উৎসব প্রাঙ্গণ তখন নানা বয়সী মানুষের আনাগোনায় মুখর হয়ে উঠেছে, তাঁদের পরনে বাহারি পোশাক
উৎসব প্রাঙ্গণ তখন নানা বয়সী মানুষের আনাগোনায় মুখর হয়ে উঠেছে, তাঁদের পরনে বাহারি পোশাক

৩ / ১০
 শরৎ নিয়ে একক সংগীত পরিবেশন করছেন শিল্পী অনিমা রায়
শরৎ নিয়ে একক সংগীত পরিবেশন করছেন শিল্পী অনিমা রায়
৪ / ১০
আশ্বিনের আর দিনকয়েক বাকি। তারপর বিদায় নেবে শরৎ, আসবে হেমন্ত। শরতের এই বিদায়বেলাতেই রাজধানীতে শরৎ বন্দনার আয়োজন করেছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী
আশ্বিনের আর দিনকয়েক বাকি। তারপর বিদায় নেবে শরৎ, আসবে হেমন্ত। শরতের এই বিদায়বেলাতেই রাজধানীতে শরৎ বন্দনার আয়োজন করেছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী

৫ / ১০
নৃত্যের তালে তালে শরৎ উদ্‌যাপন
নৃত্যের তালে তালে শরৎ উদ্‌যাপন
৬ / ১০
 সকালের মিষ্টি রোদে শিল্পকলা একাডেমির সবুজে ঘেরা ফাঁকা প্রাঙ্গণের ছবি তুলতেই হবে
সকালের মিষ্টি রোদে শিল্পকলা একাডেমির সবুজে ঘেরা ফাঁকা প্রাঙ্গণের ছবি তুলতেই হবে

৭ / ১০
দলীয় নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
দলীয় নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
৮ / ১০
সকালের আলোছায়ায় শিল্পীদের খুনসুটি
সকালের আলোছায়ায় শিল্পীদের খুনসুটি

৯ / ১০
উৎসবে যেন মেতে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ
উৎসবে যেন মেতে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ
১০ / ১০
অনুষ্ঠান শেষে শিল্পী-দর্শনার্থীরা যে যার মতো ছবি তোলায় ব্যস্ত
অনুষ্ঠান শেষে শিল্পী-দর্শনার্থীরা যে যার মতো ছবি তোলায় ব্যস্ত

0 Response to "শহরে শরৎ উৎসব"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article