-->
একটা চিঠি আমার সব শক্তির গল্প এখানেই…………

একটা চিঠি আমার সব শক্তির গল্প এখানেই…………

 

পরীমণি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি একটি ঘটনা কেন্দ্র করে দেশজুড়ে আলোচনায় ছিলেন তিনি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১ সেপ্টেম্বর দীর্ঘ ২৭ দিন পর জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেন এই অভিনেত্রী।
পরীমণি বিভিন্ন সময় ভক্তদের সাথে তার নানান বিষয় ফেসবুক পাতায় শেয়ার করেন। তবে কদিন কারাগারে থাকার কারণে তার ফেসবুক পাতায় ছিল না কোনো আপডেট। বাসায় ফিরেই ক্রমশ সরব হচ্ছেন তিনি। রোববার (৫ সেপ্টেম্বর) পরীমণি হাতে লেখা একটি চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেছেন।





ক্যাপশনে তিনি লিখেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই।’ পোস্ট করা চিঠিতে দেখা যায়, ‘নানু আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শিগগিরই দেখা দিব।’

চিঠিটি কার হাতের লেখা তা ক‌্যাপশনে উল্লেখ করেননি পরীমণি। ধারণা করা হচ্ছে, পরীমণির নানা শামসুল হকের লেখা চিঠি এটি।

0 Response to "একটা চিঠি আমার সব শক্তির গল্প এখানেই…………"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article