-->
"তালপিঠা উৎসব" নাম শুনেছেন কেউ কখনো

"তালপিঠা উৎসব" নাম শুনেছেন কেউ কখনো

 

‘পুকুর পাড়ে বড় বড় তাল গাছে ছোট বেলায় আমিও রাতে তাল কুড়িয়েছি। সেই তাল গাছগুলো কেটে মাটির দ্বিতলা বাড়ির তীর হিসেবে ব্যবহার করতে লাগলো এলাকাবাসীরা। তাল গাছগুলো এলাকা থেকে হারিয়ে যাচ্ছে। এলাকার মুরব্বিদের মুখে শুনেছি, যে বজ্রপাত হলে তাল গাছে পড়ে, উচু বলে তাল গাছ এটা টেনে নেই। তখন হাটে ঢোল দিয়ে তালের আঁটি সংগ্রহ করে রাস্তার দুই পার্শ্বে লাগাই।’ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা তালতলী তাল পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। 




সাধন চন্দ্র মজুমদার বলেন, আপনাদের দোয়ায় আমি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি। আপনাদের আশীর্বাদে উপজেলা চেয়ারম্যান ও এমপি হয়েছি। আপনাদের আশীর্বাদে আজ আমি বাংলাদেশের খাদ্যমন্ত্রীর দায়িত্ব  পালন করছি। তিনি আরোও বলেন, যদি না হবে গরুর লাল, বারো বছরে খাবি তাল।  অর্থ্যাৎ গরু বা ছাগলের মল মূত্র যদি তাল গাছের গোড়ায় না পড়ে, তাহলে বারো বছরের মধ্যেই তাল গাছের তাল খাওয়া যাবে। 




মন্ত্রী আরোও বলেন, প্রতিবছর কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে ২৪ সেপ্টেম্বর  তাল পিঠার উৎসব ঘুঘুডাঙ্গার রাস্তায় হবে। আমাদের সবাইকে বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই তাল গাছ লাগাতে হবে। 




হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবসহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 




শেষে মেলায় অংশ নেওয়া স্টলের তাল পিঠা খেয়ে স্টলগুলোকে দুই হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

0 Response to ""তালপিঠা উৎসব" নাম শুনেছেন কেউ কখনো"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article