-->
হংকংয়ের বৃত্তি, সুযোগ বাংলাদেশিদেরও

হংকংয়ের বৃত্তি, সুযোগ বাংলাদেশিদেরও

 হংকংয়ের বৃত্তি, সুযোগ বাংলাদেশিদেরও

২০২২ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি হংকংয়ের কউলুনে অবস্থিত। বৃত্তিটিতে সম্পূর্ণরূপে অর্থায়িত এবং আংশিক অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আবেদনের পরই নানা যোগ্যতার ভিত্তিতে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাংলাদেশসহ সারা বিশ্বের পড়ুয়ারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিদেশি শিক্ষার্থীরা স্নাতক ও ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।


হংকংয়ের বৃত্তি, সুযোগ বাংলাদেশিদেরও
ছবি: সংগৃহীত

সুযোগ–সুবিধাসমূহ

* বৃত্তির মূল্য ১,৮০,০০০ হংকং ডলার, যা ক্যাম্পাসে বাসস্থান, বার্ষিক টিউশন ফি এবং জীবনযাত্রার খরচের জন্য প্রযোজ্য হবে।
* সম্পূর্ণ টিউশন ফি বৃত্তি বার্ষিক টিউশন ফি খরচ কভার।
* একইভাবে নিম্নবর্ণিত পরিচয় থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৩০,০০০ হংকং ডলার অনুদান দেওয়া হবে।
* বৃত্তি পুরস্কার বার্ষিক টিউশন ফি অর্ধেক অথবা সম্পূর্ণ কভার করবে।


আবেদনের যোগ্যতা

সিটি ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আবেদনে শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এগুলো হলো—
*আবেদনকারীদের অবশ্যই হাইস্কুল থেকে একটি সার্টিফিকেট থাকতে হবে।
*আবেদনকারীদের অবশ্যই অসামান্য একাডেমিক রেকর্ড এবং নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করতে হবে।
*তাঁদের অবশ্যই হংকংয়ের সিটি ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সের জন্য ভর্তি হতে হবে।


আবেদন পদ্ধতি

আবেদন করতে এখানে ক্লিক করুন


0 Response to "হংকংয়ের বৃত্তি, সুযোগ বাংলাদেশিদেরও"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article