
রঙধনু রূপে সানি লিওন
Tuesday, September 7, 2021
Comment
মালদ্বীপে হঠাৎ রঙধনুর দেখা। তাও বিনা বৃষ্টিতেই। সাধারণত বৃষ্টির পর রোদ উঠলে আকাশে রঙধনু দেখা দেয়। এবারের ব্যতিক্রমী ঘটনা ঘটল সানি লিওনের পোশাকের কারণে
Perfect dress for a island getaway!!
— sunnyleone (@SunnyLeone) September 6, 2021
.
.#SunnyLeone pic.twitter.com/AfcT1WIFKa
ওই ছবিতে দেখা যায়, গোড়ালি পর্যন্ত বিস্তৃত বাঁ কাঁধ কাটা রঙধনু রঙের একটি পোশাক পরে দাঁড়িয়ে আছেন সানি। তার চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দ। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘দ্বীপে ঘুরে বেড়ানোর আদর্শ পোশাক।’
বেশ কয়েক দিন ধরেই মালদ্বীপে রয়েছেন সানি। কখনও সমুদ্র সৈকতে বালির উপর শুয়ে ছবি তুলতে দেখা গেছে তাকে, কখনও বিশালাকার ম্যাকাও পাখি কাঁধে বসিয়ে উপভোগ করেছেন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে নৈশভোজের একটি ভিডিও পোস্টও করেছেন তিনি।
0 Response to "রঙধনু রূপে সানি লিওন"
Post a Comment