
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে কাজ করছি : ব্যারিস্টার জন এমপি
মঙ্গলবার নওগাঁয় জাতীয় সমাজকল্যান পরিষদের অনুদান বিতরন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদান এবং কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ জেলা সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি শাহনাজ মালেক, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে নিবন্ধিত স্বেচ্ছাসেবী ১৮টি সংস্থাকে ২৪ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩২ হাজার, ৫ টি সংস্থাকে ২১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার ও কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ ১৮০ ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরন করা হয়। বিতরনকৃত মোট আর্থিক পরিমান ৭ লক্ষ ১৭ হজার টাকা।
0 Response to "বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে কাজ করছি : ব্যারিস্টার জন এমপি"
Post a Comment