-->
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২ জনের চাকরির সুযোগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২ জনের চাকরির সুযোগ

ফাইল ছবি
ফাইল ছবি

 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি স্থায়ী ও অস্থায়ীভাবে রাজস্ব খাতের ১৮টি পদে মোট ৪২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। ডাকযোগে পদগুলোর জন্য আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে

ছবি: বিজ্ঞপ্তি

আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকারি চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে যে প্রার্থীর বয়স ৩০ বছর হয়েছে, তাঁরাও আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।



আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের (www.just.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্য জমা দিতে পারবেন আগ্রহীরা।


0 Response to "যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২ জনের চাকরির সুযোগ"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article