-->
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াবেন বাংলাদেশি তাসনিম জারা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াবেন বাংলাদেশি তাসনিম জারা

ডা. তাসনিম জারা ©  ছবি : ফেসবুক 

ক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সুপাইরভাইজার (আন্ডারগ্রাজুয়েট) হিসেবে যোগ দিয়েছেন ডা. তাসনিম জারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইতোমধ্যে বেশ জনপ্রিয় একটি নাম। হাসপাতালে কাজের অভিজ্ঞতা আর স্বীকৃত প্রতিষ্ঠানের নীতিমালা মেনে সহজ, প্রাঞ্জল বাংলায় চিকিৎসা বিষয়ক ভিডিও বার্তা প্রচার করেন তাসনিম।

তিনি গতকাল সোমবার (৬ আগস্ট) তার ফেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত পোস্টে তিনি জনিয়েছেন, 'আমি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সুপাইরভাইজার (আন্ডারগ্রাজুয়েট) হিসেবে যোগ দিয়েছি। সহজ কথায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, ও ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব নিয়েছি। এই নতুন দায়িত্বে শুরুর দিকের ব্যস্ততা একটু বেশি। সাথে ডাক্তারিতো রয়েছেই। সব কিছু মিলিয়ে গত দুই মাসে খুব অল্প সংখ্যক ভিডিও তৈরি করা সম্ভব হয়েছে। আপনাদের প্রশ্নগুলোরও খুব অল্প উত্তর দিতে পেরেছি। এই সময়ে ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আগামী মাস গুলোতে আরও বেশি ভিডিও বানাতে ও আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে।'

তাসনিম জারা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জুনিয়র চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়েছেন। স্নাতকোত্তরে তার বিষয় ছিল ‘এভিডেন্স বেজড মেডিসিন’।


ফেসবুক পোস্টটি



0 Response to "কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াবেন বাংলাদেশি তাসনিম জারা"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article