-->
ঘুরে আসুন কক্সবাজার : সেরা ৫টি জায়গা

ঘুরে আসুন কক্সবাজার : সেরা ৫টি জায়গা

 


হানিমুন বা হঠাৎ বেড়াতে যাওয়া- কক্সবাজারের তুলনা নেই! কম খরচে দুই-তিনদিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন বিশ্বের অন্যতম দীর্ঘ এই সমুদ্রসৈকত থেকে। কক্সবাজার বেড়াতে গিয়ে শুয়ে-বসে কাটিয়ে দিলে কি হবে? সেখানকার আকর্ষণীয় জায়গাগুলো দেখতে হবে না? চলুন জেনে নেয়া যাক কক্সবাজারের আকর্ষণীয় কয়েকটি স্থান সম্পর্কে-

১. হিমছড়ি ও ইনানী বিচ 


কক্সবাজারের ১২ থেকে ২২ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে হিমছড়ি ও ইনানী বিচ নামে দুটি আকর্ষণীয় জায়গা। পর্যটকদের কাছে জায়গা দুটি পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। কক্সবাজার সদর থেকে ইনানী বিচে ব্যাটারিচালিত রিকশায় যেতে সময় লাগে আধা ঘণ্টা। 

২. কলাতলী, সুগন্ধা, অ্যাকুইরিয়াম ও লাবনী বিচ 



পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান কলাতলী, সুগন্ধা, অ্যাকুইরিয়াম ও লাবনী সমুদ্রসৈকত। এসব সমুদ্রসৈকতের আশেপাশে থাকার জন্য রয়েছে বিলাসবহুল হোটেল। এই এলাকায় খাবারের ভালো ব্যবস্থাও রয়েছে।



 

0 Response to "ঘুরে আসুন কক্সবাজার : সেরা ৫টি জায়গা"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article