বন্ধুরা উঠে চলে গেলেও উঠতে পারেনি মেহেদী
Monday, September 27, 2021
Comment
নওগাঁর রাণীনগরে বন্ধুদের সঙ্গে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর মেহেদী হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাশিমপুর রাজবাড়ির পাশে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, রোববার দুপুর আড়াইটার দিকে মেহেদী হাসান তার কয়েকজন বন্ধুর সঙ্গে কাশিমপুর এলাকায় নওগাঁর ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। মেহেদী হাসান সাঁতার জানত না। গোসল শেষে তার বন্ধুরা উঠে এলেও মেহেদী নদী থেকে উঠে আসেনি। এরপর তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেলে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
তিনি জানান, বিষয়টি জানার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ তিন ঘণ্টা পর নদী থেকে মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়।
0 Response to "বন্ধুরা উঠে চলে গেলেও উঠতে পারেনি মেহেদী"
Post a Comment