
ভোলাহাটে মহানন্দা নদী থেকে শিশুর লাশ উদ্ধার
Thursday, September 9, 2021
Comment
ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছী নামক স্থানে মহানন্দা নদী থেকে ১০/১১ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার মহানন্দা নদীতে ভারতের দিক থেকে ভেসে আসা হাফপ্যান্ট পরা এক অজ্ঞাত নামা ছেলে শিশুর লাশ তীরে দেখতে পায় স্থানীয়রা।
লাশ দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
তিনি বলেন, অজ্ঞাত নামা শিশুটি ভারতের দিক থেকে ভেসে এসে তীরে লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে পাঠানো হয়েছে বলে জানান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
0 Response to "ভোলাহাটে মহানন্দা নদী থেকে শিশুর লাশ উদ্ধার"
Post a Comment