-->
সেই পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা

সেই পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা

 সারা দেশব্যাপী ব্যাপক আলোচিত পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটর সাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন একজন প্রকৌশলী। তিনি হলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন।

রাত সাড়ে ৯টার দিকে দেশের অন্যতম একটি দৈনিক পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।



ইঞ্জনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে কর্জা হাসানা বা বিনা সুদে ঋণ বিতরণ। এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দিই। পরে তারা নিজেদের সুবিধামত তা কিস্তিতে পরিশোধ করেন। তবে ওই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝেছি যে, আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তার ওই কর্জে হাসানা আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেব। আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দিয়ে দেব।

0 Response to "সেই পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article