-->
টি-২০তে উইকেট কিপিং করবেন না মুশফিক

টি-২০তে উইকেট কিপিং করবেন না মুশফিক

উইকেট কিপিং অনুশীলন করছেন মুশফিক।ছবি-ইন্টারনেট


 টেস্টে কিপিং গ্লাভসটা মুশফিকুর রহিমের হাত থেকে লিটনের হাতে চলে গেছে বেশ কিছুদিন আগেই। টি-২০ ক্রিকেটে সোহানের হাতে কিপিংয়ের দায়িত্ব দিয়ে এই ফরমেটের ক্রিকেটে শুধুই ব্যাটসম্যান পরিচয়ে দলে থাকার বার্তাটা দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সিরিজ শুরুর আগে প্রথম ২ ম্যাচে সোহানকে, পরের ২ ম্যাচে মুশফিকুর রহিমকে কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেয়া হবে বলে সিরিজ পূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

এই দুই জনের মধ্য থেকে একজনকে সিরিজের শেষ ম্যাচে কিপিং দেয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। তার এই ঘোষণা অনুযায়ী রবিবার সিরিজের তৃতীয় ম্যাচে মুশফিকুর রহিমের হাতে ওঠার কথা ছিল কিপিং গ্লাভস। তবে মুশফিক নয়, সিরিজের তৃতীয় ম্যাচেও কিপিং করেছেন সোহান! সিরিজের তৃতীয় ম্যাচে হারের পর ডোমিঙ্গো দিয়েছেন অন্য তথ্য।

মুশফিকুর রহিম টি-২০ ম্যাচে উইকেট কিপিং করতে চান না। মুশফিকুর রহিমের সাথে কথা বলে গণমাধ্যমকে এ তথ্যই দিয়েছেন রাসেল ডোমিঙ্গো- 'প্রাথমিকভাবে মুশফিকুরের সাথে কথা হয়েছে। সে বলেছিল ২ ম্যাচ পর সে কিপিং করবে। কিন্তু এখন সে বলছে, সে টি-২০তে আর কিপিং করতে চায় না। তাই আমাদের এগিয়ে যেতে হবে। আমি মনে করি না মুশফিকের এই ফরমেটে থাকার ইচ্ছাটা আর দারুণ। আমাদের সোহানের দিকে মনোনিবেশ করতে হবে এবং সম্ভবত তাকে প্রতিযোগিতায় যাওয়ার দায়িত্বগুলি করতে দিতে হবে।'

টি-২০ ক্যারিয়ারে ৮৯ ম্যাচের মধ্যে ৮০টিতে উইকেট কিপিং করেছেন মুশফিকুর রহিম। তার অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফর এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে টি-২০ দলে উইকেট কিপিং গ্লাভস পেয়েই জায়গাটা পাকা করেছেন সোহান! টি-২০ ক্যারিয়ারে ২০ ম্যাচের সব ক'টিতে করেছেন কিপিং। এবার টি-২০ বিশ্বকাপেও এই পরিচয়ে দেখা যেতে পারে সোহানকে। মুশফিকুর রহিম থাকছেন শুধুই ব্যাটসম্যান পরিচয়ে।

0 Response to "টি-২০তে উইকেট কিপিং করবেন না মুশফিক"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article