-->
নতুন ফ্ল্যাটে ঝুটি বাঁধা চুলে উচ্ছ্বসিত পরীমনি

নতুন ফ্ল্যাটে ঝুটি বাঁধা চুলে উচ্ছ্বসিত পরীমনি

 

নতুন ফ্ল্যাটে উঠেছেন এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। সোমবার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন। সেসব ছবিতে লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতায় দেখা যায় ’স্বপ্নজাল’ খ্যাত এ চিত্রনায়িকাকে। ঝুটি বাঁধা চুলে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ সময়।।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পরীমনি লিখেছেন জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের একটি উক্তি, যার বাংলা অনুবাদ হলো, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’


মাদক মামলায় ২৭ দিন কারাভোগ শেষে গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান জনপ্রিয় এই নায়িকা। ওইদিন বাসায় ফিরেই তিনি বাসা ছাড়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন।

বনানীর বাসা থেকে গত ৪ অগাস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধার করার কথা জানিয়ে পরদিন মাদক আইনে মামলা হয়। এই মামলায় তিন দফা রিমান্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।


0 Response to "নতুন ফ্ল্যাটে ঝুটি বাঁধা চুলে উচ্ছ্বসিত পরীমনি"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article