-->
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

 

টোকিও, ০৩ আগস্ট – জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করছেন। শুক্রবার খবরে বলা হয়, প্রধানমন্ত্রী সুগা জানিয়েছেন, চলতি মাসে তিনি তার দলের শীর্ষ পদের জন্য আর লড়ছেন না। জাপানে নিয়ম অনুযায়ী দলের শীর্ষ পদের ব্যক্তিই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এক বছর আগে জাপানের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শিনজো আবে। সুগা তারই স্থলাভিষিক্ত হয়েছিলেন। এক বছর যেতে না যেতেই তিনিও পদত্যাগ করতে যাচ্ছেন।

সম্প্রতি জাপানে সুগার জনপ্রিয়তায় ব্যাপক ধ্বস নামে। জাতীয় এক জরিপে তার জনপ্রিয়তা অনেক কম দেখা যাওয়ায় তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন।

জাপানের করোনার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১৫ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। সেখানে টিকা গ্রহণের হারও অনেক কম।

করোনা সংক্রমণের মধ্যে চলতি বছর জাপানে অনুষ্ঠিত হয় অলিম্পিকস গেমস। এ নিয়ে জন অসন্তোষের মুখে পড়েন প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা। এ জেরেই তার জনপ্রিয়তা ও অনুমোদনের হার কমতে শুরু করে।

0 Response to "পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article