
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী
Friday, September 3, 2021
Comment
টোকিও, ০৩ আগস্ট – জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করছেন। শুক্রবার খবরে বলা হয়, প্রধানমন্ত্রী সুগা জানিয়েছেন, চলতি মাসে তিনি তার দলের শীর্ষ পদের জন্য আর লড়ছেন না। জাপানে নিয়ম অনুযায়ী দলের শীর্ষ পদের ব্যক্তিই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এক বছর আগে জাপানের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শিনজো আবে। সুগা তারই স্থলাভিষিক্ত হয়েছিলেন। এক বছর যেতে না যেতেই তিনিও পদত্যাগ করতে যাচ্ছেন।
সম্প্রতি জাপানে সুগার জনপ্রিয়তায় ব্যাপক ধ্বস নামে। জাতীয় এক জরিপে তার জনপ্রিয়তা অনেক কম দেখা যাওয়ায় তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন।
0 Response to "পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী"
Post a Comment