
নজরুল ইসলামকে দেখতে হাসপাতাল গেলেন বিএনপির মহাসচিব
Tuesday, September 28, 2021
Comment
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এই নেতাকে দেখতে যান ফখরুল।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টার দিকে মির্জা ফখরুল তাকে দেখতে যান। এসময় তিনি অসুস্থ নজরুল ইসলাম খানের পাশে বসে কিছুক্ষণ তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেই। তার স্ত্রীর ও ডাক্তারদের সঙ্গেও কথা বলেন বিএনপির মহাসচিব।
গত ২২ সেপ্টেম্বর নজরুল ইসলাম খানের ডিসেন্ট্রি হলে জরুরিভিত্তিতে তাকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
0 Response to "নজরুল ইসলামকে দেখতে হাসপাতাল গেলেন বিএনপির মহাসচিব"
Post a Comment