-->
নিরাপত্তাহীনতায় ভুগছেন পরীমণি

নিরাপত্তাহীনতায় ভুগছেন পরীমণি

পরীমনি। ছবি: ফেসবুক থেকে
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবারও নিজের জীবনের নিরাপত্তা চাইলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

৬ সেপ্টেম্বর এই ঢালিউড অভিনেত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, বঙ্গবন্ধু কন্যা,আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’

তবে কেন কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি তা উল্লেখ করেননি।

৫ আগস্ট মাদক মামলায় গ্রেফতার হয়ে ৩১ আগস্ট জামিন পান এই অভিনেত্রী। তবে কারাগার থেকে নিজ বাসায় ফিরেন ১ সেপ্টেম্বর।





পরীমণি সন্ধ্যা ৬টা ৩ মিনিটে দেয়া প্রথম ফেসবুক পোস্টে লেখেন, 'দেশমাতা,আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন না! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না।একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।'

পরবর্তীতে ৬টা ৫৫ মিনিটে এই অভিনেত্রী তার পোস্টটি এডিট করেন।


গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এরপর ৫ আগস্ট র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর রিমান্ড-জেল শেষে গত ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমণির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।



0 Response to "নিরাপত্তাহীনতায় ভুগছেন পরীমণি"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article