-->
নেইমার-এমবাপ্পেদের জেতালেন হাকিমি

নেইমার-এমবাপ্পেদের জেতালেন হাকিমি

পিএসজির হয়ে জোড়া গোল করেন হাকিমি। সতীর্থদের সঙ্গে গোলের পর
পিএসজির হয়ে জোড়া গোল করেন হাকিমি। সতীর্থদের সঙ্গে গোলের পরছবি: রয়টার্স

প্রথমার্ধে তিনটি গোলের সুযোগ নষ্ট, বিরতির পরও সুযোগ কাজে লাগাতে পারেননি। গোল করা যাঁর কাজ, তিনি এমন পারফরম্যান্স করলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা (২০ তম) দলের বিপক্ষেও জেতা কঠিন।

পিএসজিও আজ মেসের বিপক্ষে পয়েন্ট হারানোর পথেই ছিল। শেষ মুহূর্তে আশরাফ হাকিমির গোলে রক্ষা।

লিগ আঁ-তে ঘরের মাঠে পিএসজিকে যোগ করা সময়ের পাঁচ মিনিট পর্যন্ত ১-১ গোলে আটকে রেখেছিল মেস। ৯৫ মিনিটে নেইমারের দারুণ পাস থেকে জয়সূচক গোলটি করেন গোটা ম্যাচে দারুণ খেলা আশরাফ হাকিমি।

৫ মিনিটে এই রাইটব্যাকের গোলেই এগিয়ে গিয়েছিল পিএসজি। ২-১ গোলে জয় তুলে নেওয়ার আগে মেসের কাছে ভালোই ভুগেছে মরিসিও পচেত্তিনোর দল।


হাঁটুতে চোট পাওয়ায় লিওনেল মেসি ম্যাচটা খেলতে পারেননি। ডান প্রান্ত দিয়ে হাকিমি স্বভাবসুলভাবে দৌড়ে ঢুকেছেন মেসের বক্সে। ৫ মিনিটে তাঁর করা গোলটা ফিরতি শটে দৌড়ে বক্সে ঢোকার ফল।

ম্যাচের প্রথম ১৫ মিনিট পর্যন্তও জমাট ফুটবল খেলেছে পিএসজি। মাঝমাঠ গোছাল ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে পচেত্তিনোর মাঝ মাঠ মিলিয়ে যায়! রক্ষণে মার্কিনিওস, প্রেসনেল কিমপেম্বে ও তাভারেজ মেন্দেজকে রেখে মাঝ মাঠ যোগ দিয়েছে আক্রমণে। এদিকে প্রথমার্ধেই তিনটি গোলের সুযোগ নষ্ট করে বসেন এমবাপ্পে।

গোলের সুযোগ নষ্ট করেন এমবাপ্পে
গোলের সুযোগ নষ্ট করেন এমবাপ্পে
ছবি: রয়টার্স

মিডফিল্ডার ভাইনালডম ও রাফিনহারা তাল মিলিয়ে নিচে নামতে পারেননি মেসের গতিময় ফুটবল থামাতে। তবে ৩৯ মিনিটে কর্নার থেকে মেসের সমতাসূচক গোলে ডিফেন্ডারদের দায় থাকবে।

তিন ডিফেন্ডারের ভেতর থেকে শূন্যে লাফিয়ে গোলটি করেন বউবাকার কয়োতে। প্রথমার্ধের একদম শেষ মিনিটে মেসের নিশ্চিত গোল রুখে দেন পিএসজি গোলকিপার কেইলর নাভাস। তাঁকে একা পেয়েও গোল করতে পারেননি মেস ফরোয়ার্ড লামিন গায়ে।


শেষ মুহূর্তে দারুণ এক পাস দেন নেইমার
শেষ মুহূর্তে দারুণ এক পাস দেন নেইমার
ছবি: রয়টার্স

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ডিলান ব্রোন। ৪ মিনিট পরই মাঝ মাঠ থেকে ডিফেন্স চেরা পাসে হাকিমিকে সুযোগ তৈরি করে দেন নেইমার। দারুণ ফিনিশিংয়ে গোল করেন মরোক্কো রাইটব্যাক। টানা দুই ম্যাচে শেষ মুহূর্তে জয় পেল ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পিএসজি।

0 Response to "নেইমার-এমবাপ্পেদের জেতালেন হাকিমি"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article