নওগাঁয় প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Saturday, September 11, 2021
Comment
পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে, বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা। এ উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হলো বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযােগিতা ও আন্তর্জাতিক ফ্রি ওয়ার্কশপের প্রস্তুতিমূলক সভা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শহরের কেডি মোড় জননী সমাজ উন্নয়ন সংস্থার সভা কক্ষে সানন্দা বিউটি পার্লার লিপি সাহার আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে বেষ্ট বিউটি এক্সপাট ২০২১ এর চেয়ারম্যান তূর্য নাসির। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখে বেষ্ট বিউটি এক্সপাট এর মুল সমন্বয়কারী হৃদয় সরকার, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, রাজশাহী বেষ্ট বিউটি এক্সপাট এর টিম লিডার হৈমন্তী হিমু, শিল্পী, নওগাঁ বেষ্ট বিউটি এক্সপাট এর টিম লিডার লিপি সাহা প্রমূখ সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিউটিশিয়ানরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বেষ্ট বিউটি এক্সপাট এর চেয়ারম্যান ও মূল সমন্বয়কারী আগম উপলক্ষে নওগাঁ জেলা টিম লিডার ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
0 Response to "নওগাঁয় প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত"
Post a Comment